বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সারা বিশ্বজুড়েই মুদ্রাস্ফীতির (Inflation) প্রকোপ ক্রমশ স্পষ্ট হচ্ছে। পাশাপাশি, ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও। এদিকে, ভারতেও এই চিত্র পরিলক্ষিত হয়েছে। যার ফলে সরাসরি প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি, সোনা-রূপোর দামও দ্রুতহারে বাড়ছে। এমতাবস্থায়, বিয়ে বা যেকোনো অনুষ্ঠানের সময়ে অলঙ্কার কিনতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে সবার।
এমন পরিস্থিতিতে আজ থেকে ৬৩ বছর আগে অর্থাৎ ১৯৫৯ সালে সোনা-রূপোর দাম কত ছিল সেই প্রসঙ্গটি সামনে এসেছে। শুধু তাই নয়, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ওই দাম জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন যে কেউই। উল্লেখ্য যে, সম্প্রতি ১৯৫৯ সালে সোনা ও রূপোর অলঙ্কার কেনার একটি বিল সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল হতে শুরু করেছে। যেখানে তৎকালীন সময়ে সোনা এবং রূপোর দাম লেখা রয়েছে।
৬৩ বছর আগে সোনা এবং রূপোর দাম: এদিকে, এই বিলটি দেখে ইতিমধ্যেই চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম হল ৫৫,৫৮১ টাকা। পাশাপাশি, রুপোর দাম প্রতি কেজিতে ৮০, ০০০ টাকা। সেখানে ১৯৫৯ সালে, সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে মাত্র ৯৯ টাকা! হ্যাঁ, জেনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি।
শুধু তাই নয়, আজ থেকে ৬৩ বছর আগে রুপোর দাম ছিল প্রতি ১০ গ্রামে প্রায় ১২ থেকে ২০ টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৯৭০ সাল নাগাদ সোনা এবং রুপোর দাম খানিকটা বেড়ে গিয়েছিল। যার ওপর ভর করে সেই সময়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৮৪.৫০ টাকায় পৌঁছেছিল।
এদিকে, সম্প্রতি ভাইরাল হওয়া ওই বিলটিতে মোট পরিমানের কথা উল্লেখ আছে ৯০৯ টাকার। যেটিতে দু’টি সোনার অলঙ্কারের উল্লেখ করা রয়েছে। যেগুলির দাম হল ৬২১ টাকা এবং ২৫১ টাকা। পাশাপাশি, ওই বিলে রুপোর অলঙ্কারের উল্লেখও রয়েছে। যার দাম হল ৯ ও ১২ টাকা। শুধু তাই নয়, ৬৩ বছরের পুরোনো এই বিলে করও যোগ করা হয়েছে। এছাড়াও, পুরো বিলটি হাতে তৈরি করা হয়েছে।