সুখবর: ১ লক্ষ ২৮ হাজার করোনা আক্রান্ত মানুষের মধ্যে ৬৯ হাজার জন হয়ে উঠেছেন সুস্থ

গত বছরের ডিসেম্বরের থেকে প্রোকোপ বেড়েছে করোনা ভাইরাসের , আর এই কয়েক মাসের মধ্যে তা অতিমারির চেহারা নিয়েছে। স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হতে বসেছে। আর এর প্রভাবে বন্ধ হয়েছে সিনেমা হল, খেলা, অনেক শপিং মল। বিগত কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে গেছে মন্দির। ভারতে ইতিমধ্যে এই রোগ জাকিয়ে বসেছে। আর করোনার প্রভাব বেশি পড়েছে ইরান, ইতালি এবং ব্রিটেনে।

আর চীন যেন ইতিমধ্যেই মৃত্যু শহড়ে পরিনত হয়েছে। ভারতেও এই রোগের আক্রান্তের সংখ্যা প্রায় ১১০ জন। এবং তাঁর মধ্যে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু করোনার জন্য। দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বার্তাও দিলেন। তিনি জানান আতঙ্কের কারন নেই, চিকিতসা সম্ভব।চিকিতসা চলে প্রায় ১৪ দিন আর এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।corona virus jpg 710x400xt jpg 710x400xt 1মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই রোগে এখনও অবধি মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি।

তবে এই কঠিন রোগে এখনো পর্যন্ত ১০ জন সুস্থ হয়ে গেছেন।১ লক্ষ ২৮ হাজার করোনা আক্রান্ত মানুষের মধ্যে ৬৯ হাজার জন  এখন পুরোপুরি সুস্থ।  তার মধ্যে তিন জন জয়পুরের বাসিন্দা। মোট ১০ জনকে পরীক্ষা করে দেখা গিয়েছে তারা এখন করোনা মুক্ত। তাদের শরীরে করোনার চিনহ নেই। তাই বলা হচ্ছে যে সঠিক সময়ে যদি চিকিতসা করা হয় তবে করোনাকে সঙ্ক্রামিত করা থেকে আটকানো যেতে পারে।

 

সম্পর্কিত খবর