রবিবারের বাজারে চড়া দাম ইলিশের! চিকেনের দাম কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক: এমনিতে রবিবারের (Sunday) ছুটির দিন তার সাথে বর্ষার (Rain) আগমন। সব মিলিয়ে দুপুরে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করার জন্য আজকের দিনটা একেবারে আদর্শ। আর রবিবারের ছুটির দিনে বাঙালির পাতে মাংস ভাত কিন্তু মাস্ট। কিন্তু শুধু মাংস’তে কি আর চলে? তাছাড়া বাঙালি মানেই মৎস্যপ্রেমী। আর এই সময়টাও একেবারে আদর্শ ইলিশ মাছের (Hilsa Fish) জন্য।

তাই এই ছুটির দিনে বাজার থেকে মনের মত ইলিশ মাছ-ও কিনে আনা যেতেই পারে। গত সপ্তাহ থেকেই ডায়মন্ড হারবার, কিংবা দিঘার মত এলাকায় মৎস্যজীবীদের জালে উঠেছে একঝাঁক রূপালী শস্য। তবে বৃষ্টির অভাবেই বাজারে এখন ব্যাপক চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

আজকের দিনে কলকাতা ও লাগোয়া শহরতলিতে প্রতি কেজি ইলিশের দাম রয়েছে ৭০০ থেকে ১৫০০ টাকা। তবে ৫০০ গ্রামের প্রতি কেজি ইলিশের দাম রয়েছে ৭০০-৮০০ টাকা। যদিও পৌনে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়। অন্যদিকে, এক কেজির ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ১২০০ টাকায়।

আরও পড়ুন: ইউটিউব দেখলেও দিতে হবে টাকা! খরচ শুনলেই বনবন করবে মাথা

চিকেন- মটনের দাম কত?

রবিবারের বাজার তাই দামের দিক দিয়ে পিছিয়ে নেই চিকেনও। সকাল ৯টার আগে থেকেই মাংসের দোকানে পড়ে গিয়েছে লম্বা লাইন। আজ বাজারে চিকেন বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। তবে আস্ত মুরগির দাম প্রতি কেজি ১৫০-১৬০ টাকা। এছাড়াও,১ কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৪০-৪৬০ টাকার আশেপাশে।

hilsa

অন্যদিকে, দামের দিক দিয়ে ইলিশকে টক্কর দিচ্ছে মটন। এদিনও বাজারে প্রতি কেজি মটন বিক্রি হচ্ছে ৭৯০ থেকে ৮৫০ টাকায়। তবে সকাল ৮টা থেকে কিন্তু মটনের দোকানের সামনে লাইন তাতে কমেনি।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর