শনির দুপুরে কলকাতায় মারাত্মক কাণ্ড ঘটাতে চলছেন DA আন্দোলনকারীরা! জানলে শিউরে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার বাড়ি সহ কালীঘাট সংলগ্ন এলাকায় বহাল থাকে কড়া নিরাপত্তা। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সুপ্রিমোর বাড়ির আশেপাশের রাস্তায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের কোনো মিছিল হয়নি। না হয় কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের বার্তা পৌঁছতে যদি আন্দোলনকারীরা সেপথে যেতেও চায়, তাতেও উপায় নেই। হাজির থাকে বিশাল পুলিশ বাহিনী। তবে এবার রাজ্য সরকারি কর্মীরা (State Government Employee’s) ডিএ-র (DA) দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়েই সরকার বিরোধী স্লোগান তুলতে তুলতে যাবেন। যা একেবারেই নজিরবিহীন এক ঘটনা। এক যুগে এই প্রথম হতে চলেছে।

প্রসঙ্গত, বিগত কিছু মাস থেকে ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। দিন দিন বৃহৎ থেকে বৃহত্তর আঁকার ধারণ করছে তাদের আন্দোলন-অনশন। আজ ডিএ আন্দোলনের ১০০তম দিন। এই উপলক্ষেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে মহানগরের মাটিতে মহামিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা।

আজ অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব দিয়ে যাবে সরকারি কর্মীদের ন্যায্য দাবি নিয়ে মহামিছিল। তবে আন্দোলনকারীদের মিছিল নিয়ে জোর তৎপরতায় রাজ্য পুলিশ। সাত সকাল থেকেই হাজরা মোড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিসি পদমর্যাদার অফিসারগণ।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে এই মিছিল করতে চেয়ে অনুমতি চাইলেও রাজ্য পুলিশ কোনোও রকম অনুমতি দেয়নি। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। তাতেই হয় সুরাহা। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দেন বিচারপতি।

mamata da

আদালত জানায়, মিছিলের সময় হবে শনিবার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে। যেই রুট ধরে আন্দোলনকারীরা মিছিল করতে চেয়েছিলেন সেই রুট পরিবর্তনেরও নির্দেশ দেন বিচারপতি। হাজরা রোড ধরে হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি রোড ক্রসিং পর্যন্ত গিয়ে সেটি ডানদিক বেঁকে হরিশ মুখার্জি রোডে ঢুকবে। এরপর আন্দোলনকারীরা ডিএন ঘোষ রোড ক্রসিং পর্যন্ত গিয়ে ডিএ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে উঠবেন এবং সেখান থেকেই ফিরে আসবেন হাজরা মোড়ে। সূচনার স্থানে।

মিছিলের আয়োজক সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু সংখ্যক মানুষ এসে আজকের মহামিছিলে হাঁটবেন। একেই বিভিন্ন ইস্যুতে উত্তাল রাজ্য। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই ডিএ আন্দোলনকারীদের এই মহা-মিছিল। সবমিলিয়ে আজ সরগরম রাজ্য-রাজনীতি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর