বাংলা হান্ট ডেস্কঃ বাজেটে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফের এক দফায় ৪% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেছেন মমতা। তবে তাতে সন্তুষ্ট নন অনেক সরকারি কর্মী (Government Employees) ও শিক্ষক। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এই নিয়ে আন্দোলন-বিক্ষোভ চলছেই। এরই মধ্যে বড় খবর সামনে আসছে। রিপোর্টে দাবি করা হচ্ছে সরকারি প্রাথমিক শিক্ষকদের এবার থেকে ‘এ’ পে স্কেলে বেতন দেওয়া হবে।
সরকারি কর্মীদের বড় জয়-Government Employees
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার প্রাইমারি কাউন্সিলের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ‘এ’ শ্রেণির পে স্কেল সংক্রান্ত যাবতীয় নথি দিতে হবে। গত ২০ ফেব্রুয়ারির সেই নির্দেশিকা সব সার্কেলের স্কুল সাব ইন্সপেক্টরের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আসলে অলোক কুমার মাইতি এবং অন্যান্য বনাম রাজ্য সরকারের মামলার প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি হয়েছে।
বলা হয়েছে মামলাকারীদের চাকরিতে যোগদানের দিন থেকে ‘এ’ ক্যাটাগরি পে স্কেলে বেতন দেওয়া হবে। আগেই ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশন (আইনি বিভাগ) এই সংক্রান্ত নির্দেশিক জারি করেছিল। এবার স্কুল সাব ইন্সপেক্টরদের এই সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি, ২০২১ এবং ২০২২ সালে বিএড ডিগ্রিধারী শিক্ষকদের সকলকে ‘এ’ পে স্কেলে বেতন দেওয়া হবে। ২০২৪ সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের রায় ছিল মামলাকারী শিক্ষকদের পক্ষে। সেই মত ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশনের (আইনি বিভাগ) তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল।
আরও পড়ুন: আবাসের তালিকায় বিরাট চমক! সবচেয়ে বেশি বরাদ্দ পেল কোন জেলা? জানলে চমকে যাবেন
নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, সমস্ত নথি খতিয়ে দেখে নিয়ে মামলাকারী শিক্ষকদের তাদের চাকরিতে যোানের দিন থেকেই ‘এ’ পে স্কেলে বেতন দিতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রিধারী হলেই মামলাকারীরা চাকরি শুরুর দিন থেকে ‘এ’ পে স্কেলে বেতন পাবেন বলে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া বেতনও শিক্ষকরা পাবেন বলে বলা হয়েছিল।