“ছ বছরের বাচ্চার উপর যৌন আকর্ষণ, মানবতা কোথায়”? প্রশ্ন তুললেন রাজ

বাংলা হান্ট ডেস্ক :- জন্মেই কি মানুষ হয় ধর্ষক? মানুষের মনে কিভাবে জন্ম নিতে পারে এই চিন্তাধারা?

তিনি জানান, বাবা বলতেন- “একশো-দেড়শো বার একটি মিথ্যে কথা বলতে থাকলে সেটি সত্যিতে পরিণত হয়।

এটা সাধারণত একপ্রকার মানসিক পরিস্থিতি’’,অভিনেতা রাজ ভট্টাচার্য আরো বলেন,‘‘আমাদের চারপাশে প্রতিমুহুর্তে ধর্ষণ এতই বেড়ে চলেছে,যা ভাববার বিষয়। আসিফা থেকে কামদুনি ক্রমাগত ঘটনা ঘটে চলেছে।

IMG 20190820 WA0098

রাজের এই মন্তব্য কে সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্ট মানুষেরা দিন দিন যেভাবে একের পর এক ছোট ছোট শিশুদের ধর্ষণের শিকার হতে হচ্ছে তাতে উদ্বিগ্ন সমাজ

Udayan Biswas

সম্পর্কিত খবর