সাবধান! ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে ব্যাঙ্কের এই ৭ টি নিয়ম, দুর্ভোগ এড়াতে এখনই নিন জেনে

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১ এপ্রিল থেকে ভারতের ব্যাংকিং ক্ষেত্রে আসছে একাধিক বড় বদল। সম্প্রতি দেশের প্রায় প্রত্যেকটি ব্যাংক লেনদেন, প্রযুক্তিগত উন্নতি ও জালিয়াতি রোধে সংশোধন করেছে তাদের নিয়মে (Bank Rules)। নীতিমালা সংশোধনীর ফলে ডেবিট – ক্রেডিট কার্ড, ব্যাংকের সুদের হার, UPI সহ একাধিক ক্ষেত্রে আসছে বড় বদল।

ব্যাংকের (Bank Rules) নিয়মে আসছে বদল

এটিএম উইথড্রল চার্জ : আগামী ১ এপ্রিল থেকে এটিএম উইথড্রল চার্জ বৃদ্ধি পেতে চলেছে প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই। ব্যাংকের নয়া নিয়ম (Bank Rules) অনুযায়ী, অন্য ব্যাংকের এটিএমে মাসে ৩ বার বিনামূল্যে টাকা তোলার সুবিধা পাবেন গ্রাহক। ৩ বারের অধিক উইথড্রলের ক্ষেত্রে ২০ থেকে ২৫ টাকা প্রদান করতে হবে চার্জ হিসাবে।

নূন্যতম ব্যালেন্স : প্রত্যেকটি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে আগামী মাস থেকেই। অ্যাকাউন্টে নূন্যতম মাসিক গড় ব্যালেন্স না থাকলে গ্রাহকের উপর জরিমানা আরোপ করতে পারে ব্যাংক। মেট্রো-নগর, আধা-নগর এবং গ্রামীণ এলাকা বিশেষে অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স অ্যামাউন্ট আলাদা হয়ে থাকে।

আরও পড়ুন : শিক্ষিকাকে পুনরায় নিয়োগ করতে হবে! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

পজিটিভ পে সিস্টেম (PPS) : চেক জালিয়াতি রুখতে RBI চালু করেছে পজিটিভ পে সিস্টেম (PPS)। এই পদ্ধতির মাধ্যমে ৫০ হাজার টাকার অধিক অঙ্কের চেকের ক্ষেত্রে গ্রাহককে PPS-এর মাধ্যমে ব্যাংককে প্রদান করতে হবে বেশকিছু তথ্য। সেই তথ্য যাচাইয়ের পরই ক্লিয়ার হবে চেক।

ডিজিটাল ব্যাংকিংয়ের সুরক্ষা : গ্রাহকদের সুরক্ষা সুনিশ্চিত করতে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আরও কড়া অথেনটিকেশন চালু করতে চলেছে ব্যাংকগুলি (Bank)।

7 Bank rules change April

সুদের হার : গত মাসে রেপো রেট হ্রাস পাওয়ায় কমেছে ঋণের ক্ষেত্রে সুদের হার। তবে অন্যদিকে, আগামী মাস থেকে ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার পরিবর্তন করতে পারে একাধিক ব্যাংক।

আরও পড়ুন : ‘এই মৃত্যুর ঘটনা ওনাকে তাড়া করবে’! অক্সফোর্ডে প্রশ্নের মুখে মমতা! মুখ খুললেন তিলোত্তমার মা-বাবা

ক্রেডিট কার্ডের শর্ত পরিবর্তন : SBI Simply CLICK কার্ডের ক্ষেত্রে Swiggy পুরস্কার 5X করা হবে আগামী এপ্রিল মাস থেকেই। ৩০ থেকে কমিয়ে Air India Signature কার্ডের পয়েন্ট নিয়ে আসা হবে দশে। পাশাপশি মাইলফলক প্রোগ্রামও বন্ধ হতে চলেছে IDFC First Club Vistara কার্ডের।

UPI আইডি ব্লক : যদি কোনও মোবাইল নম্বর দীর্ঘদিন ব্যবহার না হয়, তাহলে সেই নম্বরের সাথে লিঙ্ক করা UPI আইডি বন্ধ করে দেওয়া হবে আগামী মাস থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর