বাংলাহান্ট ডেস্ক: ত্রিপুরা (Tripura) থেকে ৭ জন বিজেপি বিধায়ক দিল্লিতে গিয়েছিলেন। তাদের দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab kumar deb) একনায়ক তন্ত্র চালাচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। ত্রিপুরায় মোট ৩৬ জন বিধায়ক রয়েছেন। তবে তারা সুদীপ রায় বর্মনের নেতৃত্ব এবং আরও দুজন বিধায়কের সমর্থন আছে বলে জানিয়েছেন। এমনকি দলীয় হাইকমান্ডের সঙ্গে তারা দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রীর সমর্থনে রয়েছে
অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন অনেকেই। তাদের দাবি, আমাদের রাজ্য সরকারকে নিয়ে কোনো সমস্যা নেই। সরকারের কোন খারাপ দিক তারা দেখতে পাচ্ছেন না। তারা আরও জানিয়েছেন, বিজেপির মধ্যে সদস্যদের ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করা হয় না।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমর্থনে ত্রিপুরার ত্রিপুরার বিজেপি সভাপতি মানিক সাহা জানিয়েছেন, ‘আমাদের সরকার যথেষ্ট শক্তিশালী। এই ৭-৮ জন বিধায়ক সরকারের কোনো ক্ষতি করতে পারবে না। কোন মতেই তারা সরকারের পতন ঘটাতে পারবে না।’
সরকার বিরোধী জোট
সরকারের বিরুদ্ধে গিয়ে দিল্লীতে প্রতিবাদ জনানো এই সকল নেতারা হলেন, সুশান্ত চৌধুরী, আশীষ সাহা, আশীষ দাশ, ডিভা চন্দ্র রণখাল, বার্ব মোহন ত্রিপুরা, পরিমল দেব বড়ম, রাম প্রসাদ পাল এবং নেতৃত্বে রয়েছেন সুদীপ রায় বর্মণ। এছাড়া আরও দুজন বিধায়ক করোনা আবহের কারণে সেখানে উপস্থিত হতে পারেননি। এই নেতারা দিল্লী গিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর সঙ্গেও এবিষয়ে আলোচনা করতে আগ্রহী।