IPL-র ইতিহাসে সবথেকে বেশি মেডেন ওভার করেছেন এই ৭ বোলার, তালিকায় রয়েছেন ৫ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আইপিএল ২০২২-এর জন্য। ২৬ শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের পঞ্চদশ তম আসর। সারা বিশ্বের খেলোয়াড়রা এই লিগে নিজের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া হয়ে থাকেন। কারণ আইপিএল তাদের অর্থ, যশ এবং খ্যাতি সবই দেয়। এই লিগে বরাবরই ব্যাটারদের আধিপত্য দেখা যায়। ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরা আইপিএলকে একসময় অলংকৃত করেছেন। কিন্তু সেই সঙ্গে এমন অনেক বোলার আছে যারা আইপিএলের শোভা বাড়িয়েছেন। আইপিএলের মতো টুর্নামেন্টেও একাধিক মেডেন ওভার করেছেন তারা। তাদের নিয়েই আজকের এই প্রতিবেদন।

প্রবীণ কুমার:
প্রাক্তন ভারতীয় সুইং বোলার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন। প্রবীণ কুমারের বোলিং খুব গতিশীল ছিল না বরং তিনি তার লাইন লেন্থ ঠিক রেখে সুইংকে হাতিয়ার করে ব্যাটারদের পরাস্ত করতেন। প্রবীণ আইপিএলে মোট ১৪টি মেডেন ওভার করেছেন যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

ইরফান পাঠান:
এই তালিকায় দুই নম্বরে রয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। ইরফানও দুর্দান্ত সুইং বোলিং করতেন। আইপিএলের ইতিহাসে ১০ টি মেডেন ওভার বল করেছিলেন ইরফান। একমাত্র প্রবীণ কুমারই তার চেয়ে এগিয়ে। বলের সাথে সাথে ব্যাট হাতেও কার্যকরী হয়ে উঠতে পারতেন তিনি। সবমিলিয়ে একজন দুর্দান্ত ক্রিকেটার হিসেবে আইপিএলে নিজের ছাপ ছেড়েছেন তিনি।

ভুবনেশ্বর কুমার:
তিন নম্বরে রয়েছেন ভারতীয় দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমারও। ভুবি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৯টি মেডেন ওভার করে ফেলেছেন। এই বছর সেই সংখ্যা আরও বাড়তেও পারে। একজন সুইং বোলার থেকে নিজেকে একজন সম্পূর্ণ বোলার হিসাবে গড়ে তুলেছেন তিনি। এছাড়াও ভুবনেশ্বর কুমারই একমাত্র বোলার যিনি আইপিএলে দুটি পার্পল ক্যাপ জিতেছেন।

লাসিথ মালিঙ্গা:

lasith malinga ipl auction 2018 unsold players

চার নম্বরে আসে বিদেশি বোলারের নাম। এই বোলার আর কেউ নন, শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। আইপিএলের ইতিহাসে মালিঙ্গা মোট ৮টি মেডেন ওভার করেছিলেন। এর বাইরে আরও দুই ভারতীয় বোলার রয়েছেন চার নম্বরে। এরা হলেন ধাওয়াল কুলকার্নি এবং সন্দীপ শর্মা। ডেথ বোলিং স্পেশালিস্ট মালিঙ্গার মতো সফল না হলেও তাদের ঝুলিতেও রয়েছে ৮ টি মেডেন ওভার।

ডেল স্টেইন:

dale steyn a

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকা তথা গোটা বিশ্বের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন। স্টেইন বিশ্বের সবচেয়ে মারাত্মক বোলারদের একজন ছিলেন। আইপিএলের ইতিহাসে স্টেইন মোট ৭টি মেডেন ওভার করেছেন। আসন্ন মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের ফাস্ট বোলিং কোচ করা হয়েছে স্টেইনকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর