হু হু করে বাড়ছে সংক্রমণ; বারাসাতের ৩ টি বাজার ৭ দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল বারাসাতের (barasat) ৩ বাজার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। এর আগেও বারাসাত লকডাউনের পথে হেঁটেছিল।

করোনা সংক্রমণের প্রথম দিকে উত্তর ২৪ পরগনা ছিল অনেকটাই পিছিয়ে। কিন্তু দিন যত গড়িয়েছে ততই হু হু করে বাড়ছে এই জেলার সংক্রামিতের সংখ্যা। এই মুহুর্তে পরিসংখ্যানের নিরিখে প্রতিদিনই কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই জেলা। সদর শহর বারাসাতের অবস্থাও ব্যাতিক্রম নয়।

সেখানেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ। সেই সংক্রমণের চেন ভাঙতেই এবার বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগেও সংক্রমণ হার অত্যন্ত বেড়ে যাওয়ায় লকডাউনের পথে হেঁটেছিল উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত। একই পথে হেঁটেছিল পার্শ্ববর্তী শহর মধ্যমগ্রামও।

এই মুহুর্তে গোটা দেশেও হু হু করে বাড়ছে দেশে সংক্রমণের সংখ্যা। আজ দেশের সংক্রামিতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি অনেকেই মনে করছে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

 

সম্পর্কিত খবর

X