বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে চার পুরনিগমের নির্বাচন। আর এই নির্বাচনের জন্য কড়া বিধি নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। তবে এবার এই বিধি ভঙ্গ করায় গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। চন্দননগর (Chandannagar) পুরসভা এলাকায় প্রচার করতে গিয়েই হলেন গ্রেফতার। এই ঘটনায় উত্তেজনা ছড়াল চন্দননগরের ২৬ নং ওয়ার্ডে।
শুধু বিমান ঘোষই নন, সেইসঙ্গে গ্রেফতার হলেন সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি এবং যুব মোর্চা সভাপতি সহ ৭ জন। জানা গিয়েছে, এই ঘটনার জন্য তাঁদের বিরুদ্ধে কোভিডবিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের হতে পারে।
অভিযোগ উঠেছে, বড় মিছিল, জনসভা নয়, ভারচুয়াল প্রচার এবং ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি জনসংযোগের উপর জোর না দিয়ে রবিবার সকালে ২৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাসের হয়ে প্রচারের মাঠে নেমে পড়েন পুরশুড়ার বিধায়ক (MLA) বিমান ঘোষ। আর সেখানে উপস্থিত হন শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকরা।
কমিশনের বিধি অনুযায়ী, একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত না করার আইন ভাঙ্গায় চন্দননগর কমিশনারেটের পুলিশ বিজেপির সেই মিছিল ভেস্তে দেয়। সূত্রের খবর, এরপর আবারও বেশকিছু সমর্থকদের নিয়ে মালপাড়া-কালীতলা এলাকায় প্রচারে নামেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ।
আর এই বিষয়টা নজরে আসতেই, বিধায়ক বিমান ঘোষ এবং সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার, যুব মোর্চা সভাপতি সুরেশ সাউ সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে কোভিডবিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়েরও হতে পারে।