বাংলাহান্ট ডেস্কঃ দিনের শুরুতেই পেশোয়ারে (Peshawar) ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়াল গোটা পাকিস্তান (Pakistan) জুড়ে। মঙ্গলবার সকালেই পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসা কেঁপে উঠল এক মর্মান্তিক বিস্ফোরণে। স্কুল চলাকালীন এই দুর্ঘটনা ঘটায় আহত এবং নিহত হয়ছেন বেশ কয়েকজন।
মাদ্রাসায় এই ভয়াবহ বিস্ফোরণে শিক্ষক এবং ছাত্র ছাত্রী সকলেই আতঙ্কিত হয়েছে। ইতিমধ্যেই ৪ জন শিশু সহ প্রাণ হারিয়েছেন প্রায় ৭ জন এবং আহত হয়েছেন সব মিলিয়ে প্রায় ৭০ জন। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল পৌঁছায়।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আহত এবং গুরুতর জখম অবস্থায় ৭০ জনকে ভর্তি করা হয়েছে। তবে বেশিরভাগের অবস্থাই আশঙ্কা জনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
https://twitter.com/TubaAtweets/status/1320951119225491456
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মাদ্রাসায় ক্লাস চলাকালীন কোন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মাদ্রাসার মধ্যে রেখে আসেন। তাঁর মধ্যেই ছিল প্রায় ৫ কেজি বিস্ফোরণ, যা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।