অসম পুলিশ এবং সেনার যৌথ অপারেশনে ধরা পড়ল KLO-র ৭ ক্যাডার এবং এরিয়া কম্যান্ডারও

বাংলাহান্ট ডেস্কঃ ধরা পড়ল KLO-র ৭ ক্যাডার। বৃহস্পতিবার রাতে অসম (Asam) পুলিশ ও সেনার যৌথ অভিযানে ধরা পড়ল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) ৭ জঙ্গি। উদ্ধার করা হয়েছে প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে যানা গিয়েছে, ধৃত ৪ জন বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ পেয়েছে।

photo 6

অভিযান চালায় বৃহস্পতিবার রাতে
নিম্ন অসমের স্বঘোষিত সেকেন্ড লেফটেন্যান্ট ও এরিয়া কম্যান্ডার সহ সুকিত বর্মন, সঞ্জিত বর্মন, মামিন রায়, বিপ্লব বর্মন, পঞ্চানন রায় ও গৌতম রায়কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান চালায় অসমের কোকড়াঝাড়ের চক্রশিলা বন্যপ্রাণী অভয়ারণ্যে। সেখানেই উদ্ধার করা হয় এই জঙ্গি দলকে। যাদের মধ্যে মোস্ট ওয়ান্টেড কেএলও জঙ্গি লঙ্কেশ্বর কচ ওরফে লম্বুও রয়েছে।

বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে অসমে পাকড়াও জঙ্গি
ধৃত জঙ্গিদের মধ্যে ৪ জন বাংলাদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বলে জানায় পুলিশ। এবং বাকি দুজন অসমের কোকড়াঝাড়েই জঙ্গি প্রশিক্ষণ পেয়েছে বলে যানা যায়।

new 12 1

ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে
৭টি পিস্তল, ৭ ম্যাগাজিন, ২৪টি তাজা কার্তুজ, ৫টি ফাঁকা কার্তুজ, তোলাবাজির টাকা পাওয়া গিয়েছে ধৃতদের কাছ থেকে। গোপন সূত্রে খবর পেয়ে এই অরণ্যাভিযান চালানো হয়েছে বলে শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলনে কোকড়াঝাড়ের অতিরিক্ত সুপারিন্টেন্ডেট অফ পুলিশ পুনমজিত্‍‌ নাথ জানিয়েছেন।

২৫০ থেকে ৩০০ ক্যাডার এখনও জঙ্গিদের কাছে রয়েছে
কেএলও জঙ্গিরা পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে এই হামলা চালায়। পশ্চিমবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই ৬ জেলা এবং অসমের কোকড়াঝাড়া, বনগাইগাঁও, ধুবরি ও গোয়ালপাড়া নিয়ে তারা পৃথিক রাজ্য তৈরি করতে চায়- পুলিশের কাছে এমনটা খবর আছে। এছাড়া তাঁদের কাছে এখনও ২৫০ থেকে ৩০০ ক্যাডার রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর