বাংলা হান্ট ডেস্কঃ আবার কলকাতা (Kolkata)! এবার কোন এক নরপিশাচের যৌন লালসার শিকার একেবারে নিরীহ দুধের শিশু। মাত্র সাত মাসের এক পথশিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে যৌন-নিগ্রহ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Kolkata) বড়তলা থানায় এলাকায়।
কলকাতায় (Kolkata) যৌন লালসার শিকার ৭ মাসের পথশিশু
বর্তমানে কলকাতার আরজিকর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। এখনও পর্যন্ত অভিযুক্তের ব্যাপারে কোন হদিস মেলেনি। ইতিমধ্যেই পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে দিয়েছে বড়তলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ৩০ নভেম্বর বেলা পৌনে দুটো নাগাদ বড়তলা থানা এলাকার এক বাসিন্দার নজরে পড়ে ওই শিশুটি। তিনি দেখেন বাড়ির সামনেই ফুটপাতে শুয়ে তারস্বরে কাঁদছে এক সদ্যজাত শিশু। অথচ তার আশেপাশের কেউ নেই। তখনই তিনি পুলিশে খবর দেন। ঠিক তখনই ফুটপাতবাসী এক দম্পতি তাদের হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ করতে আসেন থানায়।
আরও পড়ুন: প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা! রাজ্যকে ভর্ৎসনা কেন্দ্রীয় মন্ত্রীর
পরে দেখা যায় ওই দম্পতির হারিয়ে যাওয়া সন্তানই ফুটপাতে কাঁদতে থাকা শিশু। তখনই দ্রুত ওই খুদেকে কলকাতার আরজিকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একরত্তিকে চিকিৎসা করতে গিয়ে আঁতকে ওঠেন চিকিৎসকরা। দেখেন দুধের শিশুটির গোপনাঙ্গে রয়েছে একাধিক ক্ষত চিহ্ন। এমনকি তার সারা শরীরে রয়েছে একাধিক আঁচড়ের দাগ।
মনে করা হচ্ছে শিশুটিকে যৌন নিগ্রহ করা হয়েছে। পকসো মামলায় তদন্ত শুরু হলেও এখনও অভিযুক্তের কোনো হদিস মেলেনি। তবে প্রাথমিক সূত্রে খবর ভবঘুরে গোছের একটা লোক নাকি শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।