বাংলাহান্ট ডেস্ক : বাংলার মানচিত্রে যুক্ত হল আরও সাতটি নবগঠিত জেলা। আজ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিকে ছোট কয়েকটি জেলায় ভাঙার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যে শুরু হয় প্রস্তুতি। অবশেষে নিয়ম মেনেই তৈরি হতে চলেছে ছোট সাতটি জেলা। এদিন ৭ নতুন জেলার নামও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
একনজরে রাজ্যের নতুন ৭ জেলা
১) বহরমপুর
২) কান্দি
৩) সুন্দরবন
৪) বসিরহাট
৫) ইছামতী
৬) রানাঘাট
৭) বিষ্ণুপুর
অনেক আগেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে পশ্চিমবঙ্গে বাড়বে জেলার সংখ্যা। তিনি বলেছিলেন, রাজ্যে জেলার সংখ্যা আরও বাড়াতে হবে। তবেই কাজের সুবিধা হবে। আমাদের রাজ্যে একাধিক বড় বড় জেলা রয়েছে। সেগুলিকে ছোট করলে কাজের অনেক সুবিধা হবে।
এরই সঙ্গে বিহারের (Bihar)উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, ‘বিহারে প্রচুর জেলা। আমাদেরও এভাবে জেলা ভাগ করে কাজ করতে হবে। এখন ২৭ টি জেলা রয়েছে। ভবিষ্যতে দরকার হলে ৪৬ টি জেলাও হতে পারে।’ তিনি ডাব্লুবিসিএস অফিসারদের ক্যারিয়ার যাতে নষ্ট না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখার কথা বলেন। তিনি বলেন জেলা বাড়লে, পরিকাঠামো বাড়বে। তাতে জনতার যেমন সুবিধা হবে। প্রশাসনিক কাজে গতি আসবে, তেমনই অফিসারদের ক্যারিয়ারেও গতি পাবে। অনেকেই সুযোগ ও পদোন্নতির দোরগোড়ায় দাঁড়িয়েও পরিকাঠামোর ঘাটতি থাকায় এবং সুযোগ না থাকায় পদোন্নতির সুযোগ পান না। জেলা বাড়লে অনেক বেশি করে তাঁদের জেলার সর্বোচ্চ পদগুলিতে ব্যবহার করা যাবে।’
সোমবার রাজ্যের মন্ত্রিসভাতেও রদবদল নিয়ে একাধিক আলোচনা হতে পারে বলে মনে করেছিলেন অনেকে। তবে মুখ্যমন্ত্রী নিজেই এদিন বলেন, মন্ত্রিসভা নিয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওইদিন বিকেল ৪টে নাগাদ সব সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর জানান, ‘মন্ত্রিসভা ভেঙে নতুন করে কিছু করার পরিকল্পনা নেই। ছোট কিছু পরিবর্তন হবে। ৫, ৬ জন নতুন বিধায়ক আসতে পারেন। কাউকে দল ও সংগঠনের কাজে লাগানো হবে।’