বাংলা হান্ট ডেস্ক: মূলত আমরা মোটা অঙ্কের টাকার কারচুপি হলেই আমরা দ্বারস্থ হই আদালতে (Court)। কিন্তু কখনো কি শুনেছেন ১.৫ টাকার জন্য আইনি লড়াইয়ের কথা। বিষয়টি অনেকের কাছে, হাস্যকর মনে হতে পারে। তবে এর পিছনে রয়েছে বিরাট কাহিনি। আর এই ১.৫ টাকার আইনি লড়াই লড়ে ক্রেতাদের সুনিশ্চিত করেছে, অসৎ ব্যবসায়ীদের ব্যবসায় লাগাম টানার জন্য সতর্ক করে দিয়েছেন এই ব্যক্তি। এমনকি ১.৫ টাকার বদলে অভিযুক্তকে গুণতে হয়েছে খেসারত।
১.৫ টাকার জন্য আদালতে (Court) লড়াই:
আমরা অনেক সময় দেখি, দোকানে খুচরো না থাকলে বিক্রেতা সেই টাকার লজেন্স দিয়ে দেন কিংবা সেই টাকা ফেরত দেন না। আর ওই ১, ২ টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেন ব্যবসায়ীরা। এবার সেই নীতিতেই বদল আনার জন্য পদক্ষেপ ওই ব্যক্তির। হ্যাঁ মাত্র ১.৫ টাকার জন্যই তিনি আদালতে (Court) দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) চক্রেশ জৈন নামের এক ব্যক্তির সাথে। মূলত গ্যাস এজেন্সির বিরুদ্ধেই তিনি মামলা করেন।
ঠিক ঘটেছে চক্রেশ জৈনর সাথে: ২০১৭ সালে ১৪ নভেম্বরের ঘটনা। ভারত গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বুক করেছিলেন তিনি। সেই সিলিন্ডারের দাম তখন ছিল ৭৫৩.৫০ টাকা। ক্রয় করার জন্য তিনি সিলিন্ডার বাহককে দিয়েছিলেন ৭৫৫ টাকা। অর্থাৎ চক্রেশের ফেরত পাওয়ার কথা ১.৫ টাকা। কিন্তু খুচরো না থাকায়, তাকে ওই টাকা ফেরত দেননি সিলিন্ডার বাহক। তবে টাকা না পাওয়ার কারণে তিনি যে প্রথমে আদালতেই (Court) দ্বারস্থ হয়েছিলেন তা কিন্তু নয়।
আরও পড়ুনঃ পাবেন কোটি কোটি টাকা বেতন! Apple-এর শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ, চমকে দেবে পরিচয়
সেইসময় চক্রেশ টাকা চাইলে তাকে বলা হয় এজেন্সিতে অভিযোগ দায়ের করতে। তিনিও সেই কথা মত সংশ্লিষ্ট এজেন্সি এবং জাতীয় ভোক্তা ফোরামে তথাকথিতভাবে অভিযোগ দায়ের করেন। কিন্তু এদিকে দু’বছর কেটে যাওয়া সত্ত্বেও তাঁর এই অভিযোগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এজেন্সি এমনটাই অভিযোগ উঠে আসে। শেষপর্যন্ত ২০১৯ সালে ১৫ জুলাই প্রতারিত ব্যক্তি জেলা গ্রাহক ফোরামে একটি মামলা দায়ের করেন। প্রথমদিকে চক্রেশকে এই পদক্ষেপ নিতে দেখে গ্যাস এজেন্সি বিষয়টিকে মজার ছলে উড়িয়ে দেন। এমনকি এই কারণে বিভিন্ন রকমের উপহাসের শিকার হতে হয় তাকে। কিন্তু তিনি অনড় ছিলেন যেভাবেই হোক এই লড়াই জিতবেন।
অবশেষে জয় চক্রেশ জৈনের: আইনজীবীর রাজেশ সিংয়ের সহায়তায় ন্যায়বিচারের লড়াই চালিয়ে যান তিনি। দীর্ঘ পাঁচ বছর চলতে থাকে এই লড়াই। এরপর অবশেষে গ্রাহক ফোরামে মামলাকারী চক্রেশ জৈনের অভিযোগে মান্যতা দেয়। সেইসাথে আদালত (Court) যুগান্তকারী নির্দেশও দিয়েছে। নির্দেশানুযায়ী, অভিযুক্ত গ্যাস এজেন্সিকে বার্ষিক ৬ শতাংশ সুদ সহ দু’মাসের মধ্যে ১.৫ টাকা ফেরত দিতে হবে। সেই সাথে চক্রেশকে মানসিক, আর্থিক এবং পরিষেবা-সম্পর্কিত সমস্যায় ফেলার কারণে ক্ষতিপূরণ বাবদ ২০০০ টাকা দিতে হবে। এমকি আইনি খরচ মেটাতেও ২০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ ফের Lockdown? করোনার থেকেও সাঙ্ঘাতিক HMPV! চিন্তা বাড়াচ্ছে এই ভাইরাসের উপসর্গ
দীর্ঘ ৫ বছর আদালতে (Court) এই আইনি লড়াইয়ে জিতে আসার পর বেশ খুশি চক্রেশ জৈন। সেইসাথে সকল অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন তিনি। তিনি বলেছেন, “এটা শুধু দেড় টাকা ফেরতের লড়াই ছিল না। এটি ছিল যেকোনও ক্রেতা বা ভোক্তার অধিকার এবং আত্মসম্মানের জন্য লড়াই।” চক্রেশের এই লড়াই সত্যি অনবদ্য।