৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এ বার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই তালিকায় রয়েছে শহরের এক নামজাদা মিশনারি কলেজ এবং আইপিএলের একটি দলের সম্পত্তি। রোজ ভ্যালি থেকে টাকা নেওয়ার অভিযোগে ইডি ওই মিশনারি কলেজ, ক্রিকেট টিম ও একটি হোটেল সংস্থা মিলিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৬ কোটি ২০ লক্ষ টাকা অ্যাটাচ করেছে।এমন কি এই তালিকায় নাম আছে একাধিক সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের ।
এ ছাড়াও রোজ ভ্যালির পূর্ব মেদিনীপুরের রামনগর মহিষাদলের ২৪ একর জমি, মুম্বইয়ের একটি ফ্ল্যাট, নিউ টাউনের জ্যোতি বসু নগরে ১ একর জমি এবং ভিআইপি রোডের একটি হোটেল অ্যাটাচ করা হয়েছে। এই মামলায় আর্থিক দুর্নীতি দমন আইনে এ নিয়ে ৪,৭৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।২০১৫ সালে রোজ ভ্যালি কর্তা গৌতম কুন্ডুকে গ্রেপ্তার করে ইডি। এখনও জেল হেফাজতেই রয়েছেন তিনি।
এর আগেও রোজ ভ্যালির সংস্থার বিভিন্ন জায়গার জমি, রিসর্ট, সোনা, হোটেল, গাড়ি মিলিয়ে ৪,৬৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। কিন্তু তারপর থেকে তদন্ত আরো সব থেকে জোরদার করে শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে নেতা থেকে অভিনেতা কেউ বাদ যায় নি। ওই ক্রিকেট টিমের সংস্থার সঙ্গে রোজ ভ্যালি কো-স্পনসর হিসেবে চুক্তি হয়েছিল৷
দু’পক্ষের চুক্তির মোট অঙ্ক ছিল দশ কোটি টাকা৷ এর বিনিময়ে সেই দল জার্সিতে রোজ ভ্যালির লোগো ব্যবহার করা ছাড়াও সংস্থার রিসর্টের হয়ে বিজ্ঞাপনে প্রচার করেছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। সেই মামলায় আগেই ওই কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।তাই বলে আবার এই তালিকায় শাহরুখ খান আর গোরি খানের নাম নেই। কিন্তু এরপরে এই তালিকায় কার নাম জড়াতে চলেছে সেই নিয়ে দেখা দিয়েছে ধন্দ।