গায়ে লেখা ‘আল্লাহ”, বকরি ঈদে এক ছাগলের দাম উঠল ৭০ লাখ টাকা! কিনতে হুড়োহুড়ি জনতার

বাংলাহান্ট ডেস্ক : আজ বকরি ঈদ। ইসলাম ধর্ম অবলম্বনকারীদের কাছে এটি একটি অন্যতম প্রধান উৎসব। ক্যালেন্ডার মতে, এই বছর উৎসব পড়েছে ১০ই জুলাই। আর বলা বাহুল্য, বকরি ঈদকে কেন্দ্র করে সারাদেশেই জমজমাট ছাগল ব্যবসার বাজার। প্রতিবছরের মতোই এবারও বকরি ঈদকে কেন্দ্র করে ক্রেতারা ভিড় জমিয়েছেন রায়পুরের বাকড়া মান্ডি বাজারে। বকরি ঈদের আগে স্বাভাবিকভাবেই মারাত্মক রকম চাহিদা বেড়ে যায় এই প্রাণীটির। রায়পুরের বৈজনাথপাড়ার সিরাত মাঠে ছাগল বিক্রির হাটে সারা দেশ থেকেই ছাগল ব্যবসায়ীরা এসে পৌঁছেছেন।

আর এই বাজারে এবার উৎসাহের কেন্দ্রবিন্দু মধ্যপ্রদেশের অনুপুরের একটি ছাগল। ছাগলটির দাম কত জানেন? মাত্র ৭০ লক্ষ টাকা! ছাগলটির মালিক ওয়াহিদ হোসেন জানিয়েছেন, “এই ছাগলটি কোনও সাধারণ ছাগল নয়। এটির বিশেষত্ব আছে। নাগপুর থেকে একজন ২২ লক্ষ টাকার অফার দিয়েছেন। তবে এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। আশা করছি ছাগলটির জন্য আরো বেশি দাম পাব। ছয় সন্তানসহ স্ত্রী আছেন আমার বাড়িতে। মোটা টাকা পেলে এবার মেয়েদের বিয়ে দিতে পারব।”

অন্যদিকে এই বাজারেই ছাগল বিক্রি করতে এসেছেন মধ্যপ্রদেশের সুসনারের বাসিন্দা শাহরুখ খান। তার ছাগলের নাম সুলতান। সুলতানের বিক্রয় মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। মালিকের দাবি,”ছাগলটির গায়ে আল্লাহ ও মোহাম্মদ লেখা আছে। তাই এটির এত দাম।”

দু’বছর পর জয়পুরের ঈদগাহের কাছের বাকরা মান্ডিতে জমজমাট হয়ে উঠেছে ছাগলের বাজার। কোনও ছাগলের গায়ে লেখা আল্লাহ আবার কোন ছাগলের গায়ে চাঁদের নকশা। লক্ষ লক্ষ টাকার বিনিময়েও ছাগলের মালিকরা সেই সকল ছাগলগুলিকে বিক্রি করতে নারাজ। এই ধরনের ছাগলগুলিকে দেখতে ভিড় জমাচ্ছেন আশেপাশের এলাকার বাসিন্দারা। ছাগলের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিরাজ করছে রাজার মতো। অনেকেই এই ঘটনাকে নাম দিয়েছেন “বাকরা রাজ!”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর