ভয দেখিয়ে মুসলিম হতে বাধ্য! ১০ বছর পর হিন্দু হয়ে ঘরে ফিরল যোগী রাজ্যের ৭০ জন

বাংলা হান্ট ডেস্ক: ১০ বছর আগে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। উত্তরপ্রদেশে (Uttar Pardesh) মুজাফফরনগরের ১০টি পরিবারের ৭০ জন ইসলাম (Islam) ধর্ম ত্যাগ করে দেশে ফিরলেন। তারা আগে হিন্দুই ছিলেন (Hindu)।

জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে কিছু মৌলবী এবং মুসলিম নেতা ওই পরিবারের সমস্ত সদস্যদের ইসলামে দীক্ষিত করেছিলেন। শনিবার সেই দশটি পরিবারের ৭০ জন যোগ সাধনা যশবীর আশ্রমে তাদের শুদ্ধিকরণ করা হয়। বেদ (Vedas) মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তাদের শুদ্ধ করা হয়।

শনিবার সকাল থেকেই মুজাফফরনগরের বাঘরা ব্লকে অবস্থিত যোগ সাধনা যশোবীর আশ্রমে (Yoga Sadhana Yashveer Ashram) মানুষ জড়ো হতে শুরু করে। এখানকার মালিক মৃগেন্দ্র সিং সংবাদমাধ্যমকে জানান, ‘যোগী সম্প্রদায়ের প্রায় ১০টি পরিবার প্রায় ১০ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তখন কিছু মৌলবী এবং স্থানীয় মুসলিম নেতা এই সমস্ত হিন্দুদের ধর্মান্তরিত করতে প্ররোচনা দিয়েছিল।’ ৭০ জন ধর্মান্তকারীরা ওই মৌলবীদের বিরুদ্ধে ভয় প্রদর্শন এবং প্রলোভনের অভিযোগও তুলেছে।

প্রায় দশ বছর পর ওই ৭০ জন ফের সনাতন ধর্মে (Sanatana) আসার জন্য ইচ্ছা প্রকাশ করেন। সকালেই তারা আশ্রমে পৌঁছন। সেখানেই ৭০ জনকে প্রথমে বৌদিক আচার অনুসারে শুদ্ধ করা হয়। পরে বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো করা হয়। এই ৭০ জনের মধ্যে ছিল নারী, শিশু, পুরুষ- সকলেই।


এদের মধ্যে নাহিদ নামে এক ব্যক্তি হয়েছেন অরবিন্দ কুমার, নাজিয়া নামক এক মহিলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কবিতা দেবী। জাকির থেকে সোনুতে একজন ধর্মান্তরিত হয়েছেন। বাকি যারা ধর্মান্তরিত হয়েছেন তাদের নাম ছিল ইমরান, সেলিম, শাহেনওয়াজ, রুকসানা, রেশমা, আরবাজ, মাহিরা, রোহিনা, লাভিশ, তাহির, জাকির-সহ আরও অনেকে। ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে, ওই ব্যক্তিরা হোমযজ্ঞের সামনে বসে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধ হচ্ছেন।

Monojit

সম্পর্কিত খবর