পেনশন না মেলায় কয়েক মাইল হেঁটে বারবার ব্যাঙ্কে বৃদ্ধা! ভিডিও দেখে কড়া দাওয়াই অর্থমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিনই শয়ে শয়ে ছবি, ভিডিয়ো মানুষের কাছে পৌঁছে যায়। তবে, পোস্ট হওয়া সেই ছবি, ভিডিয়োর মধ্যে কয়েকটি ভাইরালও হয়। বৃহস্পতিবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা রীতিমতো হৃদয়বিদারক। শুধু যে অনেক নেটিজেনের চোখে জল চলে এসেছে তাই নয়, নজর কেড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীরও। ঘটনাটি ঘটেছে ওড়িশায় (Odisha)।

সেই ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বছর সত্তরের এক বৃদ্ধা খালি পায়ে একটি ভাঙা চেয়ারের সাহায্যে চড়া রোদের মধ্যেই কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাচ্ছেন। উদ্দেশ্যে একটাই, নিজের পেনশনের টাকাটুকু ব্যাঙ্ক থেকে তোলা। ওই বৃদ্ধার নাম সূর্য হরিজন বলেই জানা গিয়েছে। ভিডিয়োটি (video) দেখার পর অনেকেই শিউরে উঠেছেন ওই বৃদ্ধার অসহনীয় কষ্টের কথা চিন্তা করে।

কিন্তু, প্রশ্ন হল পেনশন পেতে কেন এতটা নাজেহাল হতে হচ্ছে বৃদ্ধাকে ? সূত্রের খবর, পেনশনের টাকা তুলতে তিনি স্টেট ব্যাঙ্কে গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় তার আঙুলের ছাপ মিলছে না। তাই, আপাতত তিনি প্রাপ্য ৩ হাজার টাকা পাবেন না। এই ঘটনার কয়েকদিন পর আবার ব্যাঙ্কে গেলেও কাজ না হওয়ার গত ১৭ এপ্রিল বেরিয়ে পড়েন তিনি। যেহেতু ঠিকমতো হাঁটতে পারেন না, তাই ভাঙা চেয়ারের সাহায্যে এগোনোর চেষ্টা করেন।

চোখে জল এনে দেওয়া এই ভিডিয়োটি শেয়ার করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। স্টেট ব্যাংকের কর্তৃপক্ষকে ট্যাগ করে তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে কি স্টেট ব্যাংক একটু মানবিক হতে পারে না?” অর্থমন্ত্রীর এই টুইটের উত্তরে ব্যাঙ্কের তরফে বলা হয়, “আসলে ওই বৃদ্ধার আঙুল ভেঙে গিয়েছিল। নথিপত্রের সঙ্গে আঙুলের ছাপ মিলছে না। সেই জন্যই তাঁর হাতে পেনশনের টাকা তুলে দিতে হয়েছে।”

ভাইরাল ভিডিয়োটিকে নিয়ে তোলপাড় শুরু হতেই স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়, আগামী মাস থেকে ওই বৃদ্ধা বাড়িতে বসেই পেয়ে যাবেন পেনশন। পেনশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়। সেই সঙ্গে ব্যাঙ্কের তরফ থেকে একটি হুইলচেয়ারও তুলে দেওয়া হবে বৃদ্ধার হাতে। তবে, শুধুমাত্র আঙুলের ছাপ না মেলার কারণে কেন এমন হেনস্থার শিকার হতে হল অশীতিপর বৃদ্ধাকে সেই নিয়েই উঠছে প্রশ্ন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর