বড় সাফল্য বিজ্ঞানীদের! ৭০ কোটি বছর আগে কেন বরফে ঢেকেছিল পৃথিবী? অবশেষে সামনে এল উত্তর

বাংলা হান্ট ডেস্ক: মহাবিশ্বে প্রতিটি ক্ষেত্রেই লুকিয়ে রয়েছে একের পর এক রহস্য (Mystery)। ওই রহস্যগুলির সঠিক সমাধানের জন্য বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছেন বিজ্ঞানীরা (Scientists)। আর এইভাবেই তাঁরা সামনে আনছেন বিভিন্ন চমকপ্রদ তথ্য। ঠিক এই আবহেই এবার একটি বড় তথ্য প্রকাশ্যে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

প্রথমেই জানিয়ে রাখি যে, মনে করা হয়, পৃথিবীর বয়স ৪.৫ বিলিয়ন বছরেরও বেশি। পাশাপাশি, কোটি কোটি বছর পূর্বে পৃথিবী কার্যত ছিল একটি বরফের বল। কিন্তু ধীরে ধীরে এখানে বিভিন্ন ধরণের প্রাণীর বসবাস শুরু হয় এবং বর্তমানে পৃথিবীর প্রায় সর্বত্রই মানুষের বসবাস রয়েছে। কিন্তু আপনি কি জানেন কেন পৃথিবী লক্ষ লক্ষ বছর আগে বরফের বল ছিল? আসলে অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না। তবে, এবার বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করেছেন।

700 million years ago, why was the earth covered in ice

মূলত, একটি নতুন গবেষণায়, অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিকরা প্রায় ৭০০ মিলিয়ন অর্থাৎ ৭০ কোটি বছর আগে পৃথিবীর বিশালাকার তুষারবলের মতো বরফে আচ্ছাদিত হওয়ার কারণ খুঁজে পেয়েছেন। এটি সেই যুগ ছিল যখন পৃথিবী হিমবাহ দ্বারা আবৃত ছিল। যা মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত বিস্তৃত ছিল। বিজ্ঞানীদের একটি দল অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক অধ্যাপক অ্যালান কলিন্সের নেতৃত্বে একটি ভ্রমণে গিয়েছিলেন। যেখানে তাঁরা এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তাঁরা দীর্ঘ হিমযুগের বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেন। এর জন্য তাঁরা সিডনি বিশ্ববিদ্যালয়ের আর্থবাইট কম্পিউটার মডেলের ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: সীমান্তে বাড়ছে ভারতের হুঙ্কার! চিনের নাকের ডগায় এই কাজটি করছে ভারত, আতঙ্কে বেজিং

এই কারণেই এসেছিল বরফের যুগ: বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জানা গিয়েছে যে, স্টার্টিয়ান হিমবাহ ৭১৭ থেকে ৬৬০ মিলিয়ন বছর আগে প্রসারিত হয়েছিল। ১৯ শতকের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ইউরোপিয় ঔপনিবেশিক অভিযাত্রী চার্লস স্টার্টের নামে এই হিমবাহের নামকরণ করা হয়। বরফ যুগকে স্টার্টিয়ান হিম আচ্ছাদন নামেও অভিহিত করা হয়। গবেষণা অনুসারে, হিমযুগ প্রাথমিকভাবে আগ্নেয়গিরির কম কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারণে ঘটেছিল। যা বর্তমান কানাডার আগ্নেয়গিরির শিলাগুলির আবহাওয়া দ্বারা সংঘটিত হয়েছিল। সেগুলি বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড শোষণ করত।

আরও পড়ুন: নির্বাচনের আগেই মোদীর মাস্টারস্ট্রোক! দেশের ৬.৫ কোটি মানুষকে দুর্দান্ত উপহার দিল কেন্দ্র

তখন পৃথিবীতে কোনো ডাইনোসর ছিল না: বিজ্ঞানীরা বলছেন, এই কারণেই পৃথিবীতে বরফের যুগের সূচনা হয়। এদিকে, হিমযুগের সময়কাল ডাইনোসরের যুগের চেয়ে অনেক আগের বলা হয়। সেই সময় পৃথিবীর সর্বত্র শুধু বরফ ছিল। যেখানে কোনো জীবের পক্ষেই জীবনধারণ সম্ভব ছিলনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর