বাংলাহান্ট ডেস্ক : একের পর এক গুরুতর অভিযোগে কাঠগড়ায় উঠছে বাংলাদেশ সরকার। সে দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনার মাঝেই এবার প্রকাশ্যে এল আরো এক চাঞ্চল্যকর তথ্য। জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাঝেই বাংলাদেশের বিভিন্ন জেল থেকে পালিয়ে ছিল প্রায় ২ হাজার ২০০ জন আসামি (Prisoners)। এর মধ্যে কিছু জনকে ধরা গেলেও এখনো ফেরার ৭০০ জন।
বাংলাদেশের জেল থেকে পলাতক আসামি (Prisoners)
সম্প্রতি বাংলাদেশের কারা দফতরের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মহম্মদ মোতাহের হোসেন আসামি (Prisoners) পালানোর খবর স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, জেল থেকে ২ হাজার ২০০ জন আসামি (Prisoners) পালিয়ে গিয়েছিল। তার মধ্যে ১ হাজার ৫০০ জনকে পরে ফের গ্রেফতার করা হয়। কিন্তু বাকি ৭০০ জনকে এখনো ধরা যায়নি। উপরন্তু তাদের মধ্যে আবার ৭০ জন সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গিয়েছে।
কীভাবে পালাল আসামিরা: বাংলাদেশের প্রতিবেদন সূত্রে খবর, গত ১৯ শে জুলাই বাংলাদেশে গণ বিক্ষোভের সময় অস্ত্র লুণ্ঠনের জন্য নরসিংদী জেলা কারাগারে হামলা চালানো হয়েছিল। পসেই সময়ে ওই কারাগারে থাকা ৮২৬ জন বন্দি (Prisoners) পালিয়ে যায়। এর জেরে ওই জেলের জেলারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান কারা দফতরের মহা পরিচালক। চলছে তদন্ত। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন : বছর শেষ, বিনোদন নয়, চলতি ডিসেম্বরেই মুক্তির অপেক্ষায় একসে বড় কর এক সিনেমা! কোনটা ছেড়ে কোনটা দেখবেন?
তদন্ত চলছে কারাকর্তাদের বিরুদ্ধে: মোতাহের হোসেন আরো জানিয়েছেন, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে বাংলাদেশের চার কারা কর্মকর্তাকে বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি আরো কিছু অভিযোগ তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষের পর ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।
আরো পড়ুন : “যেকোনও মুহূর্তে হবে জঙ্গি হামলা”, বিতর্কের মাঝেই বাংলাদেশকে “বয়কট” করল এই দেশ! হইচই বিশ্বজুড়ে
এদিকে আসামি (Prisoners) পালানোর ঘটনা বাংলাদেশের কারা দফতরের তরফে স্বীকার করে নেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পাঁচ মাস আগে জেল থেকে পালিয়েছে এই বিপুল সংখ্যক আসামি। অথচ এই বিষয়ে ইউনূস সরকার এত উদাসীন কেন? আরো বড় প্রশ্ন হচ্ছে, জেল পালিয়ে এই আসামিরা এখন কোথায় রয়েছে? তারা কি বাংলাদেশের জনসাধারণের মধ্যে মিশে গিয়েছে? এমতাবস্থায় যদি তারা কোনো বড়সড় নাশকতার ছক করে তাহলে বিপদ কে আটকাবে? প্রশ্ন উঠলেও কোনো উত্তর মেলেনি বাংলাদেশ সরকারের তরফে।