দেশের সবচেয়ে পুরনো মামলা বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট! ৭২ বছরেও হয়নি ফায়সালা

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় বিচার ব্যবস্থার (Indian Judicial System) সবচেয়ে বড় সমস্যা হল দিনের পর দিন জমা হতে থাকা মামলা। সব মিলিয়ে প্রায় ৪ কোটি মামলার শুনানি এখনও বাকি রয়েছে গোটা দেশের বিভিন্ন আদালতে। এর মধ্যে বেশ কিছু মামলা তো এতটাই পুরনো যে সিনিয়র বিচারপতির বয়সও তার থেকে কম। এমনই একটি মামলা, যেটিকে বলা হয় স্বাধীন ভারতের সবচেয়ে পুরনো মামলা, সেই মামলকেই এবার বন্ধ করার সিদ্ধান্ত নিল বিচার বিভাগ।

বন্ধ হতে চলেছে স্বাধীন ভারতের সবচেয়ে পুরনো মামলা। এই মামলাটি দায়েট করা হয় ১৯৫১ সালে। হিসাব মতো এই মামলার বয়স ৭২ বছর। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের জন্মও ওই মামলা দায়ের পর হয়েছে। এই মামলাটি স্বাধীনতার ৪ বছর পর দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। এই মামলাটিই বন্ধ হয়ে গেল গত সপ্তাহে।

Madras High Court 2 1280x720

১৯৫১ সালে অভিযোগ দায়ের করা এই মামলাকে বন্ধ করে কলকাতা হাইকোর্টও যেন মুক্তির শ্বাস নিচ্ছে। সেই সময় এই মামলাটির সঙ্গে জড়িত ছিল বহরমপুর ব্যাঙ্ক লিমিটেডের নাম। জানা যাচ্ছে এমন আরও ৫টি মামলা রয়েছে যেগুলি ফাইল করা হয় ১৯৫২ সালে। এর মধ্যে দুটি দেওয়ানি মামলা দায়ের করা হয় মালদা আদালতে। অন্য একটি মামলা দায়ের করা হয় মাদ্রাজ কোর্টে। জানা যাচ্ছে, এই দুটি মামলার জন্য মার্চ এবং নভেম্বর মাসে শুনানির দিন ধার্য করেছে।

জানা যাচ্ছে, বহরমপুর মামলাটিই সবচেয়ে পুরনো। এই মামলাটি দায়ের করা হয় ১৯৪৮ সালের ১৯ নভেম্বর। মামলাটি আদালতে লিখিত ভাবে আসে ১৯৫১ সালের ১ জানুয়ারি। এই মামলার কেস নম্বর ছিল ৭১/১৯৫১। বহরমপুর ব্যাঙ্ক টাকা ফেরত দিচ্ছে না। এই অভিযোগে অনেকেই সেই সময় মামলা দায়ের করেন বলে জানা যাচ্ছে। ২০২২ সালে দু’বার এই মামলার শুনানি করা হয়। কিন্তু শুনানির দিন কেউ হাজির ছিলেন না। জানা যায়, ২০০৬ সালের আগস্টে এই মামলা এমিনিতেই বন্ধ হয়ে গেছে। এমনকি এই কেসের রেকর্ড আপডেট করা হয়নি তারপর থেকে। অবশেষে এই মামলা সরকারি ভাবে বন্ধের সিদ্ধান্ত নিল আদালত।

Sudipto

সম্পর্কিত খবর