বাংলা হান্ট ডেস্ক: প্রায়শই এমন কিছু ঘটনা খবরের শিরোনামে উঠে আসে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সকলকে। মূলত, ওই ঘটনাগুলি এতটাই চমকপ্রদ হয় যে, সেগুলি সম্পর্কে জানার পর চক্ষু চড়কগাছ হয়ে যায় প্রত্যেকেরই। ঠিক সেইরকমই এক অবাক করা ঘটনার প্রসঙ্গে এবার সামনে এসেছে। এমনিতেই সাম্প্রতিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই টাকা কেটে নেওয়া থেকে শুরু করে আচমকাই কয়েকশো কোটি টাকা ঢুকে যাওয়ার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত করেছি আমরা। তবে, এবার চেন্নাইয়ের (Chennai) একটি ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এক ব্যক্তি তাঁর বন্ধুকে ২,০০০ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু ঠিক তাঁর পরের মুহূর্তেই তাঁর অ্যাকাউন্টে ৭৫৩ কোটি টাকা ক্রেডিট হওয়ার মেসেজ আসে। যেটি দেখার পর আকাশ থেকে পড়েন তিনি।
মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ফার্মেসিতে কর্মরত মোহাম্মদ ইদ্রিসের সঙ্গে এই ঘটনা ঘটেছে। ইদ্রিস জানিয়েছেন যে, তিনি তাঁর বন্ধুকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকে ২,০০০ টাকা ট্রান্সফার করেছিলেন। তারপরে যখন তিনি ব্যালেন্স চেক করেন তখন তাঁর অ্যাকাউন্টে ছিল ৭৫৩ কোটি টাকা।
আরও পড়ুন: PF অ্যাকাউন্টের সাত বছর পূর্ণ হলেই মিলবে এই সুবিধা! টাকার জন্য যেতে হবে না ব্যাঙ্কে
এমতাবস্থায়, ইদ্রিস সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করেন এবং পরে তাঁর অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়। উল্লেখ্য যে, এর আগেও একাধিকবার এহেন ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। কয়েকদিন আগেই রাজকুমার নামে এক ক্যাব চালকের অ্যাকাউন্টে ৯,০০০ কোটি টাকা ট্রান্সফার হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: এটাই হল ভারতীয়দের পাওয়ার! আস্ত খাটকে গাড়ি বানিয়ে পেট্রোল পাম্পে পৌঁছলেন যুবক, ভাইরাল ভিডিও
পরবর্তীকালে তিনি ব্যাঙ্কে যোগাযোগ করার পর জানা যায় যে, ভুলবশত অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার হয়েছে। একইভাবে, তাঞ্জাভুরের বাসিন্দা গণেশনের সাথেও এই ঘটনা ঘটেছিল। তিনি তাঁর অ্যাকাউন্টে ৭৫৬ কোটি টাকা দেখে হতবাক হয়েছিলেন।