বাংলাHunt : লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে এবং বিজেপি সারা ভারতে ভালো ফল করেছে, তাদের জোর সঙ্গীরা ভালো ফল করেছে। বিজেপি এবছর ভোটের আগে যে বার্তা দিয়েছে সেই বার্তায় কার্যকর করার চেষ্টা করেছে। তার ফল স্বরূপ ফল মিলেছে। বিজেপি মূলত যে রাজ্য গুলোর উপর নিয়ন্ত্রণ বা টার্গেট করে ছিল তার মধ্যে অন্যতম বাংলা। সেখানে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে তারা ২৩টিপাখির চোখ করে লোকসভা নির্বাচন জয় লাভের জন্য এগিয়ে ছিল কিন্তু ১৮ টি আসুনে জয় লাভ করে।
রাজনৈতিক মহলের মতে ২০১৪ সালে বিজেপি মাত্র দুটি লোকসভা আসন পেয়েছিল বাংলা থেকে,সেখান ১৮টি আসুন বেশি পেয়েছে। বাংলার রাজনৈতিক পটভূমি কিছুটা পরিবর্তন করেছে। সেই পরিপ্রেক্ষিতে এবার তৃণমূলকে কিছুটা বেগ পেতে হয়েছে। আজ কালীঘাটের নিজের বাসভবনে রাজ্যের মন্ত্রী এবং জয়ী এবং হেয়ে যাওয়া প্রার্থীদের সাথে আলোচনা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোথায় কোথায় হেরেছেন এবং তার ফলে বাংলায় তৃণমূলের আসুন কমেছে, সেই নিয়ে পর্যালোচনা হবে বলে সূত্র জানা যাচ্ছে।
কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র রামপুরহাট থেকে পিছিয়ে তৃণমূল প্রথম স্থানে বিজেপি,
শ্রমমন্ত্রী মলয় কুমার ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোলে পিছিয়ে তৃণমূল প্রথম স্থানে বিজেপি, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণে পিছিয়ে টিএমসি প্রথম স্থানে বিজেপি, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার বিধানসভা কেন্দ্র তপন(দঃ দিনাজপুর) থেকে প্রথম স্থানে বিজেপি পিছিয়ে তৃণমূল, উত্তরবঙ্গ উন্নয়ন
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি কোচবিহারে পিছিয়ে তৃণমূল, প্রথম স্থানে বিজেপি, পর্যটন মন্ত্রী গৌতম দেব এর বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে পিছিয়ে টিএমসি প্রথম স্থানে বিজেপি। কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তর বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম হুগলি থেকে পিছিয়ে টিএমসি প্রথম স্থানে বিজেপি