বাংলা হান্ট ডেস্কঃ অপেক্ষা চলছিল। বছর শেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো বিরাট সুখবর! দীর্ঘ অপেক্ষার পর অবশেষে লক্ষীলাভ হলো রাজ্য সরকারি কর্মচারীদের। নতুন বছর শুরুর আগেই ভাতা বাড়ায় খুশি সক্কলে। সরকারি নিয়মে বছরে দুবার বেতনের সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের DA বাড়ানো হল। ফলে এবার উপকৃত হতে চলেছেন রাজ্যের মোট ৯ লক্ষ সরকারি কর্মচারী।
বুধবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে গুজরাট সরকার। রাজ্যের ৯ লক্ষ কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘভাতা এবং ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হবে। জানা যাচ্ছে আগামী দিনে মূল বেতনের ৩ শতাংশ হারে এই ডিএ (DA) বৃদ্ধি পেতে চলেছে। এর ফলে পঞ্চাশ শতাংশ থেকে গুজরাটের সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৫৩ শতাংশ। তবে এই বর্ধিত ভাতা আর টাকা হাতে পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। চলতি বছরের জুলাই মাস থেকেই এই ডি এ পূর্ববর্তীভাবে কার্যকর করা হবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়! নমুনা মিললেই …
ডিএ-র বকেয়া টাকা বেতনের সাথেই ঢুকবে বলে জানিয়েছে সরকার। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। জুলাই থেকে নভেম্বরের এই বকেয়া ডিএ জানুয়ারি মাসের বেতনের সাথে ঢুকবে। উৎসবের মরশুমে অর্থাৎদিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ হারে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।
তার আগে ডিএ ৫০ শতাংশের পেরোনোর পরেই এক লাফে বাড়িয়ে দেওয়া হয়েছিল ট্র্যাভেল অ্যালাওয়েন্স, বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ সহ একাধিক ভাতা। প্রসঙ্গত সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন কবে গঠন করা হবে? এই প্রশ্নের উত্তর পেতেই কেন্দ্রীয় সরকারের সাথে সরকারি কর্মীদের ইউনিয়নগুলির বৈঠক করার কথা ছিল। নভেম্বর থেকে ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে সেই বৈঠক। তবে জানা যাচ্ছে ডিসেম্বরেও এই বৈঠকটি হতে পারে।