বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (7th Pay Commission Government Employees) নিয়ে বড় নির্দেশ। যার জেরে মাথায় হাত পড়েছে বহু সরকারি কর্মচারীর।
আসলে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনের প্রধান ডঃ ইন্দ্রজিৎ সিং জানিয়েছেন, সরকারি কর্মীরা তাদের সার্ভিস রুল অনুযায়ী অবসরকালীন সুযোগ সুবিধা পান। সেই অধিকার তাদের রয়েছে। তবে এই নিয়ে বিবাদ থাকলেও তারা কনজিউমার ফোরানমে অভিযোগ জানাতে পারেন না।
ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনের প্রধানের স্পষ্ট কথা, অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে যদি সরকারি কর্মীদের কনজিউমার ফোরানমের দ্বারস্থ হওয়ার অধিকার নেই। কারণ আইননত, সরকারি কর্মীরা উপভোক্তা নন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রয়াত এক ক্লার্কের ছেলের অভিযোগের ভিত্তিতে এই বিষয় স্পষ্ট করা হয়।
সূত্রের খবর, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রয়াত এক ক্লার্কের ছেলে পেনশনের দাবি জানিয়ে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে এত বছর ধরে প্রভিডেন্ট ফান্ডে ব্যাঙ্কের তরফ এত বছর ঘরে যে টাকা রাখা হয়েছিল, সেই অর্থ ওই কর্মী ফেরত দেননি। পিএএফ এ ব্যাঙ্কের তরফে জমা দেওয়া টাকা না ফিরিয়ে দেওয়ায় সেই কর্মীর পেনশন আবেদন অসম্পূর্ণ থেকে যায়। কার্যতই আবেদন খারিজ হয়ে যায়। আবেদনকারী ক্লার্কেরও মৃত্যু হয় এর মাঝেই।
এরপর পেনশনের জন্য আবেদন করেন ওই মৃত ব্যক্তির বিধবা স্ত্রী। যদিও তার আবেদনও খারিজ করে দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃক ওই মহিলাকে নোটিশ পাঠিয়ে প্রভিডেন্ট ফান্ডে ব্যাঙ্কের জমা দেওয়া টাকা ফেরাত দেওয়ার জন্য বলা হয়। এরপর সেই টাকা ব্যাঙ্ককে ফিরিয়েও দেওয়া হয়। ওই মহিলার স্বামীর বেসিক পেনশন প্ল্যানের বকেয়া টাকা ব্যাঙ্ক মিটিয়ে দেয়। পরে সেই বিধবার মৃত্যুর পর ব্যাঙ্ক পারিবারিক পেনশন বন্ধ করে দেয়।
আরও পড়ুন: মন্ত্রী হচ্ছেন সুকান্ত থেকে শান্তনু! সামনে এল মোদী ৩.০ মন্ত্রীসভার ৪০ জনের কনফার্ম লিস্ট
ব্যাঙ্কের সিদ্ধান্তের বিরোধীতা করেন ওই প্রয়াত ব্যাঙ্ক কর্মীর ছেলে। তার দাবি, পিএফ-এর টাকা ফিরিয়ে দেওয়ার পরও কেন পারিবারিক পেনশন বন্ধ করে দেওয়া হল? পরে ন্যানাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনে মামলা হয়। জাতীয় কমিশনে ব্যাঙ্ক যুক্তি দেয়, পেনশন সংক্রান্ত কোনও অভিযোগ নিয়ে উপভোক্তা ফোরামে মামলা করা যায় না। সবশেষে ব্যাঙ্কের দাবিতেই মান্যতা দেয় কমিশন।