বাংলা হান্ট ডেস্কঃ মাঝে আর মাত্র ২টো দিন। এরপরেই শুরু হয়ে যাবে নতুন বছর। ইতিমধ্যেই ২০২৫ সালকে স্বাগত জানানোর তোরজোড় শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরাও (Government Employees) নববর্ষের অপেক্ষায় রয়েছেন। কারণ বছরেই শুরুতেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর মিলতে পারে বলে শোনা যাচ্ছে। এবার কত শতাংশ হাতে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করবে সরকার? বেতনও বা কতখানি বৃদ্ধি পাবে? ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।
জানুয়ারিতেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর?
আপাতত মূলত দু’টি জিনিসের দিকে নজর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রথমটি ডিএ বৃদ্ধি এবং দ্বিতীয়টি অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, আপাতত অষ্টম বেতন কমিশন নিয়ে বিবেচনা করছে সরকার। তবে আগামী কিছু সময়ের মধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর কিন্তু মিলতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।
বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। দীপাবলির আবহে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। তবে সেটার জন্য কিছুটা সময় লাগতে পারে। কারণ মহার্ঘ ভাতা বৃদ্ধির চূড়ান্ত গননার জন্য ডিসেম্বর অবধি এআইসিপিআই সূচকের অপেক্ষা করছে সরকার। এই তথ্যের ওপর ভিত্তি করেই ডিএ বাড়ানো হয়।
আরও পড়ুনঃ ২ কংগ্রেস নেতার খুন! সিপিএমের প্রাক্তন বিধায়ক সহ ১৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত
রিপোর্ট বলছে, অক্টোবর মাস অবধি এআইসিপিআই (AICPI) সূচক ১৪৪.৫ অঙ্ক অবধি পৌঁছেছে। এর ফলে ৫৫.০৫% অবধি ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে খবর। তবে মনে করা হচ্ছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে এই সূচক ১৪৫.৩ পয়েন্ট অবধি পৌঁছে যেতে পারে। ফলে ২০২৫ সালের জানুয়ারি মাসে ৫৬% হারে ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। অর্থাৎ ৩% হারে ডিএ বাড়াতে পারে কেন্দ্র। কারোর কারোর আবার দাবি, সেই অঙ্কটা ৫৭% অবধিও পৌঁছতে পারে।
এদিকে যদি আগামী মাসে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়, ফলে ১৮,০০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর (Central Government Employees) মোট বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে ৯০০০ টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগী অতিরিক্ত ২৭০ টাকা পাবেন। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ১৮,০০০ টাকা ও নূন্যতম পেনশন ৯০০০ টাকা এবং সর্বাধিক বেতন ২,৫০,০০০ টাকা ও সর্বাধিক পেনশন ১,২৫,০০০ টাকা। এবার কেন্দ্রের তরফ থেকে ৩% হারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করা হলে ২,৫০,০০০ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মী বাড়তি ৭৫০০ টাকা এবং ১,২৫,০০০ টাকা পেনশন পাওয়া পেনশনভোগী বাড়তি ৩৭৫০ টাকা পাবেন বলে খবর।