বড় খবর কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য! পেনশন নিয়ে খুশির খবর শোনাল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য দারুণ সুখবর! ২০০৩ সালের ২২ ডিসেম্বরের আগে বিজ্ঞাপন দেওয়া চাকরিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা এক বারের জন্য পুরোনো পেনশন স্কিম (Old Pension Scheme) বেছে নিতে পারবেন। কেন্দ্রের তরফে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য ২০০৩ সালের ২২ ডিসেম্বর জাতীয় পেনশন সিস্টেমের (National Pension Scheme) ঘোষণা করা হয়। ২০০৪ সালে এটি কার্যকর হয়। 

তবে উল্লিখিত তারিখের আগে আবেদন করে যাঁরা ২০০৪ সালে চাকরিতে যোগ দিয়েছেন, একমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ বিশেষ কিছু স্তরের কর্মীদের জন্য এই ঘোষণা করেছে কেন্দ্র। বাকি দের জাতীয় পেনশন সিস্টেমের নিয়মেই পেনশন দেওয়া হবে। তবে উল্লিখিত কর্মীরাও মাত্র একবারই পুরোনো পেনশন সিস্টেমে ফেরত যেতে পারবেন। এছাড়াও আগামী ১ অগস্টের মধ্যে এই বিকল্প বেছে নিতে পারবেন তাঁরা।

 

pension money

যদি কোনও কর্মী পুরোনো পেনশন সিস্টেমের নিয়ম বেছে নিতে না চান, সেক্ষেত্রে জাতীয় পেনশন সিস্টেমের নিয়ম মেনেই পেনশন পাবেন তিনি। কেন্দ্রের তরফের বিবৃতিতে জানানো হয়েছে যে মাত্র একবারই কর্মীরা এই বিকল্প বেছে নিতে পারবেন। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন সেটিকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। পরবর্তীকালে আর এটি বদলানো যাবে না। ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে যাঁরা কাজে যোগ দিয়েছিলেন একমাত্র তাঁরাই এই বিকল্প বেছে নিতে পারবেন।

এমনই জানিয়েছে মোদী সরকার। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সদস্য এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই নির্দেশটি কার্যকর হবে। ২০০৩ সালে প্রশাসনিক কারণে তাঁদের নিয়োগ পিছিয়ে গিয়েছিল। সেই কারণেই ২০০৪ সালের ১লা তারিখে কাজে যোগ দেওয়া কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে আরও নির্দেশিকা জারি করা হবে চলতি বছরের ৩১ অক্টোবরে।

যদি কর্মীরা সিসিএস পেনশন নিয়ম ১৯৭২-এর সমস্ত শর্ত পূরণ করতে পারেন। তাহলেই এই নির্দেশিকা প্রকাশ করা হবে। জানিয়ে রাখি, পুরোনো পেনশন স্কিমের অধীনে একজন কর্মী শেষ বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। কিন্তু নতুন পেনশন স্কিমের অধীনে বেতনের ১০ শতাংশ কর্মীরা দেন। বাকি ১৪ শতাংশ দেয় সরকার। তাই সরকারের এই পদক্ষেপে স্বভাবতই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। 

Subhraroop

সম্পর্কিত খবর