মে মাসেই মিলবে বকেয়া DA, কত দিনের? হঠাৎই বিরাট ঘোষণা করে দিল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্ক : নতুন বছরে একাধিক সুখবর পেয়েছেন সরকারি কর্মচারীরা। বৃদ্ধি পেয়েছে ডিএ (DA)। মিলেছে আরও নানান সুবিধা। আগেই হরিয়ানা রাজ্য সরকারের (Goverment of Haryana) পক্ষ থেকে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মে’তে মাসে ‘এরিয়ার’ বা বকেয়া ডিএয়ের টাকাও পাবেন বলে রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে।

সূত্রের খবর, একই সাথে দু’মাসের বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। যা শুনে ভীষণ খুশি সে রাজ্যের সরকারি কর্মচারীরা (Goverment Employee)। সরকার তরফে জানানো হয়েছে ২০২৪ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া ভাতা আসন্ন মে মাসে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।

সে রাজ্যের সরকারি কর্মচারীরা ২০২৪ সালের মে মাসে বর্ধিত ডিএ মিলিয়ে বেতন পাবেন। মে-তেই দু’মাসের বকেয়া ডিএ-ও প্রদান করা হবে তাদের। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও এই ভাবে তাদের ডিআর পাবেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানুয়ারি মাসেই সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে অর্থ দফতর। অন্যদিকে গত ফেব্রুয়ারী মাসে পশ্চিমবঙ্গ সরকারও ফের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

da hike v

আরও পড়ুন: আজ বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি কলকাতায়! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কালবৈশাখী? আবহাওয়ার খবর

২০২৪ সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ওদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন। সম্প্রতি যা বেড়ে ৫০ শতাংশ করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর