কপাল খুলল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এবার ৫% বাড়তে চলেছে DA! সামনে এল দিনক্ষণ

   

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের একদফায় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। সম্প্রতি তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এ তো গেল। এবার ফের ডিএ বাড়ানোর সময় এসে গিয়েছে।

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা।
এবার চার শতাংশ নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে।

তবে শেষে দু’বারই ৪% করে ভাতা বেড়েছে। অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে এবারেও চার শতাংশ ডিএ বাড়ানো হবে। যদিও সবটাই জল্পনা। কারণ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এবার যদি ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছবে ৫৪ শতাংশে।

যদি পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়, তাহলে প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হবে ৫৫ শতাংশ। তবে জুলাই মাসেই যে এই ঘোষণা করা হবে তেমন সম্ভাবনা কম রয়েছে। সাধারণত অক্টোবর মাসে বা পুজোর আগে আগে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র।

Amid Dearness Allowance DA discussion big news for Central Government employees salary hike

আরও পড়ুন: মাসে ৫০০ কিংবা ১০০০ অতীত, রাজ্যের মহিলারা পাবেন ৪২০০ টাকা, বিরাট ঘোষণা সরকারের

তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খারাপ খবরও আসতে পারে। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। মনে করা হচ্ছিল যে এর পরে মহার্ঘ ভাতা শূন্যতে নামিয়ে আনা হবে। একাধিক রিপোর্ট সহ কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হয়ে গেলে তা বেসিক পে-র সঙ্গে যুক্ত হয়ে যাবে। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। সরকার তরফে এই ধরনের কোনো সুপারিশ আপাতত বিবেচনা করা হচ্ছে না। অর্থাৎ ডিএ শূন্যে নামানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর