অবশেষে! কেন্দ্রের পর DA বৃদ্ধি করল রাজ্য সরকার, কতটা বাড়ল? সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মধ্যেই সরকারি কর্মীদের বড় খবর দিয়েছে কেন্দ্র সরকার। ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করা হয়েও তাদের। এতদিন পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। স্বাভাবিকভাবেই এই নিয়ে খুশির হাওয়া বইছে কেন্দ্রের সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে। অন্যদিকে এবার কেন্দ্রের পথে হেঁটে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকারও। বহু অপেক্ষার পর ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

দীপাবলির মধ্যেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ফের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে তাদের। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরও কেন্দ্রের সমান হতে পারলেন না রাজ্য সরকারি কর্মীরা। এখনও কেন্দ্রের সঙ্গে কিছুটা ফারাক থেকেই যাচ্ছে। ডিএ-র পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিয়ারনেস রিলিফও অর্থাৎ ডিআর-ও বৃদ্ধি করা হয়েছে।

জানিয়ে রাখি, সম্প্রতি ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মন। রাজ্য সরকারি কর্মীদের ও অবসরপ্রাপ্তদের ৪ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এতদিন পঞ্জাবের রাজ্য সরকারি কর্মীরা ৩৮% হারে ডিএ পাচ্ছিলেন। এবার আরও চার শতাংশ বাড়ার তার পরিমাণ হল ৪২ শতাংশ।

ডিএ বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমমত্রী লিখেছেন, ‘দীপাবলি উৎসবের আবহে আমার পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য ছোট্ট একটি উপহার। সরকারি কর্মীদের ও অবসরপ্রাপ্তদের ডিএ এবং ডিআর ৪ শতাংশ বাড়ানো হয়েছে। ১ নভেম্বর ২০২৪ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। যার মাধ্যমে রাজ্যের ৬.৫ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন।’

da

আরও পড়ুন: রেডি রাখুন সোয়েটার! চার দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

একদিকে যখন ডিএ বৃদ্ধির খবরে খুশি অপর রাজ্যের কর্মীরা সেই সময়ও দাঁড়িয়েও মহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একাংশ। পুজোর মধ্যেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নতুন করে ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়নি। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X