দেরিতে হলেও অবশেষে বাড়ল DA, কত শতাংশ? সরকারি কর্মীদের জন্য বড় খবর

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের। বেশ কিছুদিন আগেই ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের পর সেই পথে হেঁটে একের পর এক রাজ্যও ডিএ বৃদ্ধি করছে। এবার উত্তর ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করা হল। দীর্ঘ অপেক্ষার পর মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোয় খুশি সকলে।

রিপোর্ট অনুযায়ী, লাদাখের সরকারি কর্মীদেরও ডিএ বৃদ্ধি কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই তাদেরও ডিএ জুলাই থেকে কার্যকর হবে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ মিলবে। পাশাপাশি জুলাই থেকে অক্টোবর মাসের বকেয়া ডিএ-ও পাবেন তারা।

জানিয়ে রাখি, লাদাখে ৩ শতাংশ মতো ডিএ বেড়েছে। সম্প্রতি তিন শতাংশ ডিএ বেড়েছে তাদের। এতদিন পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন লাদাখের কর্মীরা। এবারে তা বেড়ে হল ৫৩ শতাংশ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও সম্প্রতি ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। অর্থাৎ কেন্দ্রের সমহারেই এবার ডিএ পাবেন লাদাখের কর্মচারীরা।

এদিকে শোনা যাচ্ছে জানুয়ারিতে ফের একবার ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। এমনিতেই বছরে দুবার নিয়ম করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। তাহলে আগামী বছরের শুরুতে ফের কেন্দ্র ডিএ বৃদ্ধি করলে সেই সময় লাদাখের সরকারি কর্মীদেরও ফের ডিএ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

DA Hike

আরও পড়ুন: জেল থেকে ফিরেই একের পর এক ধাক্কা! এবারে যা হল…! জোর ঝটকা অনুব্রতর

কেন্দ্র ও একাধিক রাজ্য ডিএ বৃদ্ধি করলেও এখনও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মীরা। ২০২৪ এও মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে আদালতে চলছে মামলা। কবে সেই মামলার জট খুলবে তা জানা নেই কারও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X