পুজোর আগেই ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের DA বাড়াচ্ছে সরকার! এবার কত শতাংশ?

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক দিন পরই অক্টোবর মাস। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমেই ডিএ (Dearness Allowance) বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নন, পুজোর আগেই ফের একবার ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদেরও (State Government Employees)। হ্যাঁ, ঠিক এই দাবিই করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। অর্থাৎ কেন্দ্রের পাশাপাশি এবার শিকে ছিঁড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদেরও।

জানিয়ে রাখি, আগামীকাল ২৫ সেপ্টেম্বরে ফের একবার ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। এবারে ৩-৪% ডিএ বাড়তে পারে কেন্দ্রের কর্মীদের। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হতে পারে। অক্টোবরের শুরুতেই ডিএ বৃদ্ধি নিয়ে উত্তরপ্রদেশ সরকার বড়সড় ঘোষণা করতে পারে খবর মিলছে।

   

বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি হারেই তাদের ডিএ প্রদান করে রাজ্য সরকার। অক্টোবর মাসে ফের একবার ডিএ বাড়তে পারে। শোনা যাচ্ছে এবারে ফের ৪% ডিএ বাড়ানো হতে পারে। খবর শোনামাত্রই খুশি ধরছে না রাজ্যের কর্মীদের।

রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীর সংখ্যা মিলিয়ে তা হবে ২৩ লক্ষেরও বেশি। দীপাবলির আগেই যদি তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে রাজ্য সরকারের কোষাগার থেকে বাড়তি ৩,০০০ কোটি টাকা খরচ হতে পারে। যদিও সরকার তরফে এখনও ডিএ বৃদ্ধি নিয়ে সেভাবে কিছু বলা হয়নি।

Central Government employees Dearness Allowance hike latest update

আরও পড়ুন: ‘বাঘে’র চোখে জল! দু’বছর পর বাড়ি ঢুকেই হাউহাউ করে কান্না! কী এমন দেখলেন অনুব্রত?

ওদিকে বাংলায় এখনও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বহুদিন থেকেই ঝুলে রয়েছে সেই মামলা। কবে তার জট খুলবে তা কারও জানা নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর