বাংলা হান্ট ডেস্কঃ ডিএ বৃদ্ধির মরসুম। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে মোদী সরকার। এবারে তিন শতাংশ হারে ডিএ বেড়েছে তাদের। তারপর থেকে একের পর এক রাজ্যও সেই পথে। কেন্দ্রের পরই একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। সেই তালিকায় নাম লিখিয়েছে ত্রিপুরাও।
সম্প্রতি মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (DA) এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। এবারে সে রাজ্যে এক লাফে পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর দ্বারা উপকৃত হবেন সে রাজ্যের আড়াই লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের। পয়লা নভেম্বর থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
জানিয়ে রাখি, এতদিন ২৫ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন ত্রিপুরা সরকারি কর্মীরা। এবারে তা বেড়ে হবে ৩০ শতাংশ। বছর শেষে এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগার থেকে ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কমে দাঁড়াল ২৩ শতাংশে।
এবার থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় ত্রিপুরার সরকারি কর্মীরা ৩০ শতাংশ হারে ডিএ পাবেন। প্রসঙ্গত, ত্রিপুরায় ২০১৮ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল। এদিকে শোনা যাচ্ছে জানুয়ারি মাসে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে। আবার অষ্টম পে কমিশন নিয়েও জোড়ালো হচ্ছে জল্পনা।
আরও পড়ুন: বাড়ছে উত্তুরে হওয়ার দাপট! আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর
এদিকে কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য সরকারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে। তবে ব্যতিক্রম বাংলার ক্ষেত্রে। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। তবে মিলছে কই! বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।