৪% ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয়, এবার সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি ১০৫০০ টাকা

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Workers) জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ানো হয়েছে। উল্লেখ্য আগে তারা ৪৬% হারে ডিএ পেতেন। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। যা এটি ১ জানুয়ারী, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। এরই মাঝে এবার আরও বড় সুখবর।

ইতিমধ্যেই মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, পাশাপাশি জানুয়ারি, ফেব্রুয়ারির বকেয়া মহার্ঘ ভাতাও পেয়েছেন তারা। সম্প্রতি সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে।

তালিকায় রয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হচ্ছে। নিয়ম অনুসারে, যখন DA ৫০% পৌঁছায়, তখন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ (HRA) বৃদ্ধি করতে হয়। আপাতত কর্মীরা সেই ভাতার পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন।

তবে এইচআরএ পরিবর্তনের বিষয়ে এখনও কোনো নির্দেশ দেয়নি কেন্দ্র। এখন প্রশ্ন হল কেন্দ্রীয় সরকার এইচআরএ-র পরিবর্তনের জন্য আলাদা কোনো নির্দেশ দেবে কী না। ডিএ ৫০% হয়ে গেছে? এমন পরিস্থিতিতে এইচআরএ কত বাড়বে? সেই নিয়ে জোড়ালো জল্পনা।

da hike

আরও পড়ুন: হিরণকে বারবার ডেকেছেন অভিষেক! কিন্তু কেন? এবার সমস্ত রেকর্ড ফাঁস করার হুঁশিয়ারি BJP প্রার্থীর

দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচআরএ গণনা করা হয়ে থাকে ৷ HRA গণনার জন্য, শহরগুলিকে কিছু বিষয়ের ভিত্তিতে X, Y এবং Z বিভাগে ভাগ করা হয়ে থাকে কেন্দ্র। সপ্তম বেতন কমিশন অনুসারে, ১ জুলাই, ২০১৭ থেকে, X, Y এবং Z শহরগুলির জন্য এইচআরএ যথাক্রমে মূল বেতনের ২৪, ১৬ এবং ৮ শতাংশ।

পরবর্তীতে, যখন DA ২৫ শতাংশে পৌঁছেছে, তখন X, Y এবং Z শহরে HRA হারগুলি যথাক্রমে ২৭, ১৮ এবং ৯ শতাংশে পরিবর্তন হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক হিসেব কষে। ধরুন যদি কোনো কর্মীর মূল বেতন ৩৫০০০ টাকা হয়, তাহলে শহরের বিভাগ অনুযায়ী তিনি যে HRA পাবেন তা হল,

1.) X বিভাগের শহরগুলির জন্য, ৩৫০০০ টাকার ২৭% অর্থাৎ ৯৪৫০ টাকা

2.) Y ক্যাটাগরির শহরগুলির জন্য, ৩৫০০০ টাকার ১৮% অর্থাৎ ৬,৩০০ টাকা

3.) এবং Z ক্যাটাগরির শহরগুলির জন্য, ৩৫০০০ টাকার ৯% অর্থাৎ ৩১৫০ টাকা

কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ ৫০ শতাংশে পৌঁছলে সরকারি কর্মচারীদের এইচআরএ X, Y ও Z ক্যাটাগরির ক্ষেত্রে ৩০%, ২০% ও ১০% পর্যন্ত করা উচিৎ৷ HRA সংশোধন করা হলে এক্স ক্যাটাগরির শহরগুলির জন্য, ৩৫০০০ টাকার ৩০% অর্থাৎ ১০৫০০ টাকা

2.) Y ক্যাটাগরির শহরগুলির জন্য, ৩৫০০০ টাকার ২০% অর্থাৎ ৭০০০ টাকা

3.) জেড ক্যাটাগরির শহরগুলির জন্য, ৩৫০০০ টাকার ৩০% অর্থাৎ ৩৫০০ টাকা


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর