খুলল কপাল! নতুন পেনশন স্কিম নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের, সরকারি কর্মচারীদের জন্য বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। লাফিয়ে বেড়েছে মহার্ঘ ভাতাও। লোকসভা ভোটের আগেই ৪% মহার্ঘ ভাতা বা ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বর্তমানে সপ্তম পে কমিশনের (7th Pay Commission) অধীনে তারা ৫০ শতাংশ হারে ডিএ (DA) পাচ্ছেন। সামনেই ফের বাড়বে ভাতা। তবে এরই মাঝে নতুন পেনশন স্কিম (Pension Scheme) ঘিরে আবারও আপত্তি দেখাচ্ছেন কেন্দ্রীয় কর্মীরা।

সরকারি কর্মচারীদের জন্য বড় খবর (7th Pay Commission)

দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মীরা। পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে সরব তারা। গত সপ্তাহেই তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। সেই অধিবেশনের আগে আরও জোরদার দাবি জানান কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

   

সরকারি কর্মীদের লাগাতার দাবিতে অবশেষে পেনশন স্কিম প্রসঙ্গে নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তবে সুরাহা কী হল? ঠিক কী বললেন তারা? জেনে নেওয়া যাক বিস্তারে। এই বিষয়ে বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না।

চলতি বছরের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, নতুন পেনশন স্কিমে কী কী পরিবর্তন আনা যায় সেই নিয়ে কমিটি গঠন করে আলোচনা চলছে। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীদের কথায় এটা স্পষ্ট যে সরকারি কর্মীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হচ্ছে না।

জানিয়ে রাখি, ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের ১৪ শতাংশ টাকা পেনশন খাতে জমা করতে হবে কর্মীদের। এর আগে অবশ্য এই নিয়ম একটু আলাদা ছিল। এর আগে মূল বেতনের ১০ শতাংশ জমা করতে হত কর্মীদের।

Salary Hike Update News

আরও পড়ুন: উধাও হবে গরম! আজ ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, মঙ্গলে বাড়বে আরও…

ওল্ড পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা প্ৰতি মাসে তাদের শেষ বেতনের ৫০ শতাংশ পান। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তা বৃদ্ধি পায়। তবে এনপিএস-এ সেই সুবিধা নেই। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যে এনপিএস-এর বদলে পুরনো পেনশন স্কিম চালু করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর