বাংলা হান্ট ডেস্কঃ বড় সিদ্ধান্ত! ‘অনিয়ম’ এর জেরে বাকি থাকা বিভাগীয় গ্রুপ সি-র সব বিভাগীয় নিয়োগ (Recruitment) বাতিল করে দিল রেল বোর্ড। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সব রেল জোনের জেনারেল ম্যানেজারদের পাঠানো বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্দেশ, যে সব নিয়োগ ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই সব নিয়োগ বাতিল করা হয়েছে। এরপরই হৈচৈ পড়ে গিয়েছে সরকারি কর্মীদের মধ্যে (Government Employees)।
ঠিক কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বিগত কিছু সময়ে বিভাগীয় বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের হদিস মিলেছে। তাই বিভাগীয় নির্বাচন কাঠামোটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪.৩.২০২৫ এই সময়ের আগে চূড়ান্ত ও অনুমোদিত হয়নি, এমন সমস্ত মুলতুবি নির্বাচন/এলডিসিই / জিডিসিই (গ্রুপ সি-এর মধ্যে) বাতিল করা যেতে পারে বলে সাফ জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পর্যন্ত আর কোনো বাছাই শুরু করা যাবে না।
রেল বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মী বাছাই নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশা যথাসময়ে জারি করা হবে। রেল মন্ত্রক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে (আরআরবি) কেন্দ্রীয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সমস্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আরও পড়ুন: মাত্র দু’সপ্তাহ সময়! রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মামলায় ‘ডেডলাইন’ বেঁধে দিল হাইকোর্ট! জোর শোরগোল
প্রসঙ্গত, পূর্বে উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ২৬ জন রেল আধিকারিক গ্রেফতার হন। সেই সময় তদন্তে নেমে এদের গ্রেফতার করে সিবিআই। তদন্তে উদ্ধার হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা।
আরও পড়ুন: অক্সফোর্ড থেকে আমন্ত্রণ! একুশেই লন্ডন যাচ্ছেন মমতা! কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর?
সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের করতে রেলওয়ে নিয়োগ বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়। আবার মন্ত্রক সিদ্ধান্ত নেওয়ার আগেই, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা রেলওয়ে বিভাগ এবং জোনগুলিতে অভ্যন্তরীণভাবে অনুষ্ঠিত হত। এই পরীক্ষাগুলিতে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ মিলেছে।