বাংলা হান্ট ডেস্কঃ চলছে নভেম্বর, নতুন বছর আসতে আর কিছুদিন। আর নতুন বছরেই ফের বাড়বে মহার্ঘ ভাতা। সম্প্রতি ডিএ (Dearness Allowance) বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। উৎসবের আবহেই ফের একবার তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের কর্মচারীদের (Central Government Employees)। আগে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পেতেন তারা। সম্প্রতি তা ফের তিন শতাংশ হারে বাড়ায় ৫৩ শতাংশ পৌঁছেছে। বর্ধিত ডিএ পাওয়া যাবে ১ জুলাই থেকে। আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।।
নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারপর বাড়বে জুলাই মাসে। জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়লে তা কত শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে?
জানিয়ে রাখি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে থাকে। এবারে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে ভাবে বাড়বে, তার ওপর সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নির্ভর করবে। এদিকে সম্প্রতি সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধি সূচক প্রকাশ করা হয়েছে।
দেখা যাচ্ছে ২০২৪ সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ০.৭ পয়েন্ট বেড়েছে। সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক বর্তমানে রয়েছে ১৪৩.৩ পয়েন্টে। জুলাই মাসে মূলবৃদ্ধি সূচক বেড়ে ১৪২.৭ পয়েন্ট হয়েছিল। ১৪২.৬ পয়েন্ট হয়েছিল অগস্টে। এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে ৫৪ শতাংশ হতে পারে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা বৃষ্টি! আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর
এই হারেই যদি মূল্যবৃদ্ধি হয়, তাহলে জানুয়ারিতে মাত্র ১ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা সরকারি কর্মীদের বাড়তে পারে। যদিও কোনোটাই এখনই বলা সম্ভব না। কারণে জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মূল্যবৃদ্ধির সূচকের উপরও নির্ভর করবে।