এবার সপ্তম পে কমিশনের আওতায় মিলবে বেতন! রাজ্য সরকারি কর্মীদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমেই সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় সুখবর। এবার বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন (Salary) দিতে হবে বলে জানিয়ে দিল হাইকোর্ট (High Court)। আদালত অবমাননার মামলায় রাজ্যের তিনজন কর্মচারীকে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন প্রদানের নির্দেশ দিয়েছে উচ্চ ন্যায়ালয়।

রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডের জেলা গ্রামোন্নয়ন সংস্থার (ডিআরডিএ) তিন কর্মীকে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মামলার প্রেক্ষিতে সঞ্জয় শ্রীবাস্তব, সেম সুনীল মুর্মু এবং অবধেশ রামকে সপ্তম বেতন কমিশনের বেতন প্রদানের নির্দেশ দিয়েছে। যদিও তাদের মধ্যে অবধেশ রাম প্রয়াত।

জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) এবং বেতন পান। বর্তমানে তারা কেন্দ্রীয় হারেই ডিএ পাচ্ছেন। ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত ডিএ। কেন্দ্র সরকারও এই একই সময় ডিএ বৃদ্ধি করেছিল।

এদিকে চলতি মাসে বা অক্টোবরের শুরুতে ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধি করবে কেন্দ্রীয় সরকার। কর্মচারীদের তিন থেকে চার শতাংশ বাড়ানো হতে পারে বকে মনে করা হচ্ছে। যদিও ৩% ডিএ বৃদ্ধির সম্ভাবনাই বেশি। এই বর্ধিত ডিএ কার্যকর হবে ২০২৪ সালের জুলাই থেকে।

government employees

আরও পড়ুন: যেকোনো সময় হুড়মুড়িয়ে বাড়বে বেতন! সরকারি কর্মীদের স্যালারি নিয়ে বিরাট ঘোষণার পথে সরকার

যদি এবারে ৩% ডিএ বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র হার হবে ৫৩ শতাংশ। আর চার শতাংশ বাড়ালে হবে ৫৪ শতাংশ। মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করার পর ঝাড়খণ্ডের রাজ্যও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দিতে পারে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর