বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে ২০২৪ লোকসভা নির্বাচন। গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। আগামী জুন মাসে শেষ দফার। এরপর ৪ জুন প্রকাশিত হবে ফলাফল। ভোটের জন্য সরকারি কর্মচারীদেরও চাপ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এই আবহে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুখবর শোনালেন শাসক দলের শীর্ষ নেতা। জানালেন, রাজ্যে শীঘ্রই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর হতে চলেছে।
জানা যাচ্ছে, শীঘ্রই রাজ্যের সরকারি কর্মীদের (State Government Employees) জন্য সপ্তম বেতন কমিশন চালু হতে চলেছে। বিগত কয়েক মাস ধরেই নতুন বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। এই নিয়ে সরকারের (State Government) তরফ থেকে প্রাথমিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ভোটের আগে শুরু হয় টালবাহানা। এবার অবশেষে এই নিয়ে আশা বাণী শোনালেন কর্ণাটকের শাসকদল কংগ্রেসের প্রদেশ সভাপতি ডঃ আরএম কুবেরাপ্পা।
রিপোর্ট অনুসারে, কর্ণাটক সরকার শীঘ্রই সেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করতে চলেছে। ডঃ আরএম কুবেরাপ্পা তেমনই দাবি করেছেন। পাশাপাশি এই স্মরণ করিয়ে দিয়েছেন, সিদ্দারামাইয়ার আমলেই সেই রাজ্যে ষষ্ট বেতন কমিশন (6th Pay Commission) কার্যকর করা হয়েছিল। সেই সঙ্গেই দাবি করেন, এর ফলে সরকারি কর্মচারীদের ১০,০০০ থেকে ২০,০০০ টাকা করে ‘লাভ’ও হয়েছিল।
আরও পড়ুনঃ ভোট মিটতেই ঘরছাড়া BJP-র ২০০ জন কর্মী সমর্থক! তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে আশ্রয় জঙ্গলে!
বর্তমানে কর্ণাটকের অগুনতি সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। সপ্তম বেতন কমিশন কবে কার্যকর হবে? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। উল্লেখ্য, গত ১৬ মার্চ রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কর্ণাটকের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে জমা পড়েছিল। সেখানে সরকারি কর্মীদের মূল মাইনে ২৭.৫% বৃদ্ধির সুপারিশ করা হয়। বর্তমানে ওই রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ট বেতন কমিশনের অধীন মাইনে পেয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রী ওই রিপোর্ট খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতন অন্তত ১৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৭,০০০ টাকা করার কথা বলা হয়েছে। ভোট মিটলেই রাজ্য সরকারি কর্মচারীরা এই দাবিতে সরব হতে পারেন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বেতন এবং ডিএ-র হার সংশোধনের দাবি জানিয়ে আসছেন ওই রাজ্যের সরকারি কর্মীরা। ভোটের পর সপ্তম বেতন কমিশন চালু করার দাবিতে সরব হতে পারেন বলে খবর। এসবের মাঝেই এবার খানিক আশার খবর শোনালেন রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা।