বাংলা হান্ট ডেস্কঃ কমবেশি প্রত্যেক চাকরিজীবীই বেশ কিছু আশা নিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। নির্দিষ্ট সময় অন্তর বেতন বৃদ্ধির আশাও অনেকেরই থাকে। সরকারি কর্মীরাও এর ব্যতিক্রম নন। এবার রাজ্যের সরকারি কর্মীদেরই বেতন এবং ডিএ (Dearness Allowance) নিয়ে খুশির খবর শোনালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী।
সম্প্রতি রাজ্যের ‘দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাবান’ নেতা রাজ্য সরকারি কর্মীদের (State Government Employess) উদ্দেশে একটি বড় ঘোষণা করেছেন। যার ফলে হাসি ফুটতে পারে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের মুখে। শীঘ্রই রাজ্যের সরকারি কর্মীদের বেতন (Salary Hike) এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি।
অনেকদিন ধরেই কর্ণাটকের সরকারি কর্মীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) রিপোর্ট কবে বাস্তবায়িত হবে? যদিও উত্তর দেওয়ার ক্ষেত্রে খানিক টালবাহানা করতে দেখা যাচ্ছে সেই রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। সরকারের তরফ থেকে নানান রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই আবহে এবার বড় ‘ঘোষণা’ করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
আরও পড়ুনঃ শুভেন্দু থেকে লকেট, ৪ বিধানসভা আসনে ৪০ তারকা প্রচারক BJP-র! কারা ঠাঁই পেলেন তালিকায়?
গত ১৫ জুন ব্যাঙ্গালোর টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারী সমিতির তরফ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্যাঙ্গালোর শহর, ব্যাঙ্গালোর গ্রামীণ জেলা এবং রামনগরের রাজ্য সরকারি কর্মীদের সন্তানদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে বড় মন্তব্য করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী।
ডিকে শিবকুমার বলেন, ‘সরকারি কর্মীদের সমস্যার বিষয়ে আমরা সচেতন। মন্ত্রীরাও সরকারি চাকরিজীবী। চলুন আমরা সবাই সততার সঙ্গে সমস্যা সমাধান করার চেষ্টা করি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে কর্মীদের সকল দাবি পূরণ করা হবে। লোকসভা ভোটে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের প্রতি যে সন্তুষ্ট ছিলেন না, সেটারও প্রমাণ পাওয়া গিয়েছে’।
উল্লেখ্য, গত ১৬ মার্চ কর্ণাটকের অর্থমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ে। সেখানে সরকারি কর্মীদের মূল বেতন ২৭.৫% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, রিপোর্ট দেখে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। সম্প্রতি সিদ্দারামাইয়ার নেতৃত্বে প্রথম মন্ত্রীসভার বৈঠক হয়, কিন্তু সেই বৈঠক শেষেও কোনও সুখবর পাননি রাজ্য সরকারি কর্মীরা। এবার এই নিয়ে বড় ‘ঘোষণা’ করলেন উপমুখ্যমন্ত্রী। বর্তমানে সেই রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পান।