DA অতীত! এবার ন্যূনতম মাসিক বেতন হবে ৩২,৫০০ টাকা? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন থেকে অষ্টম পে কমিশনের দাবি তুলছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। খুব শীঘ্রই কেন্দ্র এই নিয়ে কোনো আলোচনায় বসতে পারে বলে জল্পনা চলছে। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ (DA) পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। আগামী মাসেই ফের বাড়বে ডিএ। এদিকে এবার তাদের ন্যূনতম মাসিক বেতন (Salary Hike) ৩২,৫০০ টাকা করা হোক বলে দাবি তোলা হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম তরফে।

বাড়বে ন্যূনতম মাসিক বেতন? (Salary Hike)

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে আরও একাধিক দাবি তোলা হয়েছে। যেমন মন্ত্রক এবং দফতরে নয়া পদ তৈরির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানানো হয়েছে। জানা যাচ্ছে এক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার নিজের বাসভবনে ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’-র প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ঘোষণা হয় ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ এর। নতুন স্কিম অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের পঞ্চাশ শতাংশ (বেসিক স্যালারির ৫০ শতাংশ) পেনশন হিসেবে পাবেন। Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবেন।

পাশাপাশি এই নয়া স্কিমের আওতায় ন্যূনতম ১০ বছর চাকরি করলে অ্যাসিরওড মিনিমাম পেনশন (Assured Minimum Pension) অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Salary Hike Update News

আরও পড়ুন: একের পর এক ধামাকা! লক্ষ লক্ষ কর্মচারীর জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের, খুশির হাওয়া দেশে

নয়া পেনশন স্কিমের ঘোষণায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি সরকারি কর্মীরা। শনিবার ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’-র প্রতিনিধিদের দাবি, কেন্দ্রের নয়া পেনশন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অত্যন্ত লাভবান হবেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম। ইউনিফায়েড পেনশন স্কিম নিয়ে ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর