গোয়া কংগ্রেসে ভাঙন! প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ৮ জন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন আসন্ন। একদিকে যখন লোকসভা ভোটে জয়লাভ করতে ঘুঁটি সাজিয়ে চলেছে বিজেপি (Bharatiya Janata Party), আবার অপরদিকে তাদের মাত দিতে ক্রমাগত একের পর এক পরিকল্পনা নিয়ে চলেছে দেশের প্রধান বিরোধী দল, কংগ্রেস (Congress)। তবে এর মাঝেই তাদের সকল পরিকল্পনা ভেস্তে দিয়ে গোয়ায় (Goa) কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান কবলেন মোট আট বিধায়ক।

যদিও এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কংগ্রেসের বিশেষ প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কংগ্রেসের জন্য একের পর এক অস্বস্তি যেন ক্রমাগত বেড়েই চলেছে। সম্প্রতি দলত্যাগ করেন গুলাম নবী আজাদ এবং এমএ খানের মতো একাধিক প্রবীণ নেতারা। এক্ষেত্রে রাহুল গান্ধীর ওপর ক্ষোভ উগড়ে দিয়ে দলত্যাগ করেন সকলে।

এর মাঝেই এবার গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত সহ মোট আট কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এ খবর সামনে আসতেই ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ‘ভারত জোড়ো আন্দোলন’ গোটা দেশের বুকে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে সেই অভিযানের মাঝেই কংগ্রেসের অস্বস্তি বহু গুনে বাড়িয়ে দিগম্বর কামাত এবং মাইকেল লোবো সহ একাধিক কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান দিলেন বলেই জানা যাচ্ছে। এদিন সকাল হতেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি কিছু সময়ের মধ্যেই সকল বিধায়করা দল ছাড়তে চলেছেন বলে খবর সামনে আসতে থাকে। আর সেই জল্পনাই অবশেষে সত্যি হলো।

তবে এ ঘটনা এই প্রথম নয়, গত জুলাই মাসে একাধিক কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জল্পনা সামনে আসতে থাকে। সেই সময় দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্তের সঙ্গে আলোচনা পর্ব মেটাতে রওনা দেন বেশ কয়েকজন নেতা। তবে পরবর্তীতে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের পদক্ষেপে দল বদলের সম্ভাবনা আটকানো গেলেও অবশ্য শেষ রক্ষা হলো না।

bjp congress

এদিন গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে কংগ্রেস বিধায়কদের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে মোট আটজন কংগ্রেস বিধায়ক দল থেকে বেরিয়ে যাওয়ায় গোয়ায় বিরোধী আসন সংখ্যা পড়ে থাকলো মোটে ৩। এই ঘটনা গোয়ার পাশাপাশি গোটা দেশে কংগ্রেসের অবস্থান পুনরায় একবার নাড়িয়ে দেবে বলেই মত বিশেষজ্ঞদের।


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর