৮ ঘন্টার ধুন্ধুমার লড়াই, গুলিতে ঝাঁঝরা ১২ মাওবাদী! ছত্তিশগড়ের জঙ্গলে বিরাট সাফল্য সেনার

   

বাংলা হান্ট ডেস্ক: টানা ৮ ঘণ্টা ধরে ভয়ঙ্কর সংঘর্ষের পর মিলল বড় সাফল্য। জঙ্গি দমনে ফের একবার নজির গড়ল নিরাপত্তা বাহিনী। ঘটনা ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরের। টানা ৮ ঘন্টা তুমুল সংঘর্ষের পর অন্তত ১২ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে খবর। দুই জওয়ান আহত হলেও এই পক্ষে নিহতের কোনো খবর নেই। তবে ভোটের আবহে এটা যে বড়সড় সাফল্য, সেটা একবাক্যে মেনে নিচ্ছে সকলেই।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর এই নিয়ে নিকেশ হওয়া মাওবাদীদের সংখ্যা ১০০ পার করল। তার মধ্যে শুক্রবারের এই অভিযান অন্যতম বড় অভিযান ছিল। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর মিলেছিল যে, অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানা থেকে বেশকিছু শীর্ষ মাওবাদী নেতা গা ঢাকা দিয়েছে পেডিয়ার জঙ্গলে। এই খবর আসা মাত্রই শুরু হয় তদন্ত। খবর নিশ্চিত হতেই অভিযানের ছক কষে নিরাপত্তা বাহিনী।

সূত্রের খবর, রাজ্য পুলিশের ৮০০ কর্মী, এসটিএফ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের এলিট গোরিলা বাহিনী ও কোবরা বাহিনী সামিল ছিল এই অভিযানে। দীর্ঘ ৮ ঘন্টার ধুন্ধুমার লড়াইয়ের পর ১২ জন মাওবাদিকে নিকেষ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, অভিযান শুরু হয় সকাল ৯টা থেকে। এনকাউন্টার শেষ হয় বিকেল ৫টা নাগাদ।

আরও পড়ুন:ধর্মান্তরিত করে যৌন হেনস্থা, রেল লাইনে ধাক্কা দিয়ে খুন! লাভ জিহাদের ভয়ঙ্কর পরিণতি উত্তরপ্রদেশে

ভোটের আগে এই ঘটনাকে বেশ বড়সড় সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সূত্রের খবর, মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বেশকিছু রাইফেল, কার্তুজও উদ্ধার করা হয়েছে। আহত দুই জওয়ানকে নিয়ে যাওয়া হয়েছে বিজাপুর জেলা হাসপাতালে। আপাতত তারা চিকিৎসাধীন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর