বাংলা হান্ট ডেস্কঃ ৫ জানুয়ারি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়ি পৌঁছে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এবার এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তিকে চিহ্নিত করলো সিবিআই (CBI)। শাহজাহান ঘনিষ্ঠ ৮ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ইস্যু করা হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এই ৮ জনের নেতৃত্বেই ৫ জানুয়ারি লোক জড়ো হওয়া এবং হামলার ঘটনা ঘটেছিল, এমনই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।
৫ জানুয়ারি ইডি (ED) আধিকারিকরা শাহজাহানের বাড়ি পৌঁছতেই জিয়াউদ্দিনের কাছে একাধিকবার ফোন যায়। সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল (TMC) নেতা তাঁকে বেশ কয়েকবার ফোন করেন। তদন্তে এমনই তথ্য সামনে এসেছে বলে খবর। শুক্রবার সড়বেড়িয়া এলাকার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে শাহজাহান ঘনিষ্ঠ এই ৮ ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড় করেন তদন্তকারীরা।
সিবিআইয়ের তদন্তে জিয়াউদ্দিন, সইফুদ্দিন, মারুক মীরের নাম উঠে এসেছে বলে খবর। এর মধ্যে সইফুদ্দিনের কাজ মূলত শাহজাহানের নানান ব্যবসা, ভেড়ি, ইট ভাটায় শ্রমিক জোগান দেওয়া। ইডির ওপর হামলার ঘটনায় তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, সিবিআইয়ের হাতে এসেছে এমনই তথ্য।
আরও পড়ুনঃ শাহজাহানের কল হিস্ট্রিতে রয়েছে নাম! হঠাৎ বোমা ফাটালেন সেই TMC বিধায়ক, বলেই ফেললেন…
অন্যদিকে গাড়ি চালক মারুক মীর লোক জড়ো করার কাজ করেছিলেন বলে খবর। শাহজাহানের বাড়িতে ইডি আসার খবর শাহজাহান ঘনিষ্ঠ বেশ কিছু গ্রামের লোকের কাছে পৌঁছে দিয়ে লোক জড়ো করেন তিনি। এদিকে সম্পূর্ণ ঘটনা পরিচালনার দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন। সিবিআইয়ের কাছে এমনই তথ্য উঠে এসেছে বলে খবর।
ইতিমধ্যেই নানান ফুটেজ দেখে শাহজাহান ঘনিষ্ঠ এই ৮ জনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, সিবিআই সূত্রে জানা যাচ্ছে এমনটাই। এই বিষয়ে শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেশখালির ‘বাঘ’কে হেফাজতে পাওয়ার পর দু’বার সন্দেশখালি যাওয়া হয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। শুক্রবার সিবিআইয়ের সঙ্গে ছিলেন ইডি আধিকারিকরাও। তাঁদের উপস্থিতিতেই ইডির দেওয়া তালা ভাঙে সিবিআই। এরপর শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হয়। শাহজাহানের পাশাপাশি তল্লাশি চালানো হয় তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও।