বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) বনাম সাউথ ইন্ডাস্ট্রির (South Industry) যে ঠাণ্ডা লড়াই চালু রয়েছে তা জানেন সকলেই। কিন্তু সরাসরি স্বীকার করতে রাজি নন। দীর্ঘ দিন ধরে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেছে হিন্দি সিনেমা। কিন্তু ‘বাহুবলী’র সময় থেকেই বদলাতে শুরু করে চিত্রটা। আর করোনার পর থেকে সমগ্র বিনোদন দুনিয়ার উপরেই কার্যত কর্তৃত্ব কায়েম করে ফেলে দক্ষিণী সিনেমা।
যে ছবিগুলিকে নিয়ে একসময় হাসাহাসি, কটাক্ষ চলত তথাকথিত ‘এলিট’ ক্লাসে, সেই সাউথ ইন্ডাস্ট্রিই অস্কার আনছে দেশের হয়ে। আজ সব স্তরের মানুষ দক্ষিণী ছবির ভক্ত। বলিউড ক্রমেই যাচ্ছে ব্যাকফুটে। আর এবার হিন্দি ইন্ডাস্ট্রির পতন নিশ্চিত করতে একসঙ্গে কোমর বাঁধছেন ৮ দক্ষিণী সুপারস্টার।
আগামীতে পরপর বেশ কয়েকটি সুপারহিট ছবির লাইন লাগাতে চলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। সর্বাগ্রে রয়েছেন প্রভাস। ‘আদিপুরুষ’ মুক্তি পাচ্ছে চলতি জুন মাসে। এছাড়াও প্রভাসের ঝুলিতে রয়েছে সালার, প্রোজেক্ট কে এর মতো ছবি।
এর আগে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের পুষ্পা: দ্য রুল। এই ছবির বাজেট হতে চলেছে প্রায় ৪৫০ কোটি টাকা। চলতি বছর সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে পুষ্পা দ্য রুল। অনেক দিন ধরেই এই ছবির জন্য অপেক্ষা করছেন দর্শকরা।
নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে থাকছেন পুরনো মেগাস্টাররাও। প্রভাস, আল্লুদের সঙ্গে মুক্তি পাচ্ছে থালাইভা রজনীকান্তের ‘জেলার’। আগামী ১০ অগাস্ট মুক্তির অপেক্ষায় রয়েছে আনুমানিক ২০০ কোটি টাকা বাজেটের এই ছবি। আগামী বছর মুক্তি পেতে চলেছে সুপারস্টার সুরিয়ার ‘কঙ্গুবা’। ৩৫০ কোটি টাকা বাজেটের ছবিটিকে ঘিরে উন্মাদনা রয়েছে তুঙ্গে।
‘বিক্রম’ এর পর আবারো একটি জমজমাট ছবি নিয়ে আসছেন কামাল হাসান। প্রায় ২৫০ কোটি টাকা বাজেটে তৈরি হতে চলেছে ‘ইন্ডিয়ান ২’। দক্ষিণের আরেক বড় নাম থালাপতি বিজয়। খোদ শাহরুখ খান প্রশংসা করেছিলেন যাঁর ছবির তিনি আবারো এক নতুন সিনেমা নিয়ে আসছেন আগামী অক্টোবর মাসে। আনুমানিক ৩০০ কোটি টাকা বাজেটের ‘লিও’ ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ অক্টোবর।
‘পন্নিয়িন সেলভন ২’তে দর্শকদের নজর কেড়েছিলেন চিয়ান বিক্রম। প্রতীক্ষিত ছবির লাইনে রয়েছে তাঁর ‘থঙ্গালন’। ১৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। এছাড়াও আগামী বছর মুক্তি পাচ্ছে ‘আর আর আর’ খ্যাত জুনিয়র এনটিআর এর ‘এনটিআর ৩০’। এই ছবির হাত ধরেই দক্ষিণী ছবিতে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।