মাত্র ৮০ টাকা খরচ করে কিনে ফেলুন একটি বাড়ি!

বাংলা hunt ডেস্ক : বর্তমান সময়ে যখন যখন দিনের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দ্রব্য মূল‍্যের।তখন এই ধরনের খবর চমকের সৃষ্টি করে।৮০ টাকায় কিনুন বাড়ি।শুনলে এ গল্প মনে হলেও সত্যি।এমনটাই হতে চলেছে ইতালির অন‍্যতম সুন্দর শহর সাম্বুকা তে।

বিস্তারিত ভাবে বলার আগে একবার চোখ রাখা যাক “সাম্বুকা” এর ইতিহাসে।প্রাচীন কালে গ্রীকদের হাত ধরে এর জন্ম‌।যা পরবর্তী সময়ে পরিনত হয় বানিজ্য নগরীতে।কিন্তু সেই সব এখন অতীত।অনুন্নত যোগাযোগ ব‍্যবস্থা এবং চিকিৎসা ব‍্যবস্থার অভাবের দরুন একে একে শহর ছেড়েছে বাসিন্দারা।তাই বর্তমানে প্রায় ফাঁকা এই শহর।কিন্তু হঠাৎই অন‍্যান‍্য দেশ গুলো, তালিকায় আছে ফ্রান্স এবং স্পেনের মতো দেশ গুলির বাসিন্দারা এখানে বাগান বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছে।

4a669 home exterior today 180726 tease 3f99937c609d875fece6a12af1594bd9ঠিক এইরকম একটি সময়ে সমুদ্রের কোল ঘেষে বিরাজমান এই শহরের বাড়ি গুলি বিক্রি হওয়া শুরু হয়েছে ১ ইউরোয়।যা ভারতীয় মুদ্রায় ৮০ টাকা।

সম্পর্কিত খবর