শান্তি মিশনে যোগ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর ৮০০ সৈনিক, বিশেষ সম্মান দিল United Nation

বাংলাহান্ট ডেস্কঃ বিশেষ সম্মানে সম্মানিত হল ভারতীয় সেনাবাহিনী (indian army)। United Nation-এর পক্ষ থেকে ভারতের ৮০০ জন শান্তি সৈনিক সহ একজন মহিলাকে এক বিশেষ সম্মানে সম্মানিত করল। দক্ষিণ সুইডেন শান্তি মিশনে (Peace mission) ভারতীয় সেনাদের যোগদানের কারণে তাদের এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে।

United Nation-এর রাজ্য সমন্বয়ক ইনোস কুমা জানিয়েছেন, ভারতীয় শান্তি সৈনিক ভারতের নীল নদীর উপর ভারতের হয়ে এবং সমানভাবে United Nation-এর হয়ে একনিষ্ঠা ভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে। ভারতীয় সেনাদের এই অভিযানে ৮০০ জন ভারতীয় শান্তি সৈনিকদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ছিলেন, ইঞ্জিনিয়ারিং আধিকারিক মেজর চেতনা। তাঁর ২১ সদস্যের টিম মিলিতভাবে সেনাদের বিদ্যুৎ এবং সেই বিষয়ক বিভিন্ন কাজকর্ম দেখভাল করতেন।

djbjkhnfhfh

নীল নদী থেকে আগত জল দিয়ে জমিতে পশুপালনের বিষয়েও অংশগ্রহণ করেন। করোনা মহামারির কারণে লকডাউনের মধ্যেও এই কাজ অত্যন্ত কঠিনভাবেও করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সুইডেনে অবস্থিত ভারতের রাজদূত দুই দেশের মধ্যেকার সুন্দর সম্পর্কের বিষয়েও কথা বলেন।

২০২০ সালের অক্টোবর মাসে ভারতের ২৩৪০ জন সৈনিক United Nation-এর মিশনের অন্তর্গত ছিল। বর্তমানে United Nation-এর শান্তি সেনাদের বিশ্বের ১৪ টি শান্তি অভিযান চলছে, যার মধ্যে আফ্রিকা এবং এশিয়া মহাদ্বীপে চলছে। বেশিরভাগই চলছে আফ্রিকা মহাদ্বীপে। সেখানে ভারত এবং পাকিস্তান ছাড়াও দক্ষিণ সুইডেন, সাইপ্রাস, লেবনান, পশ্চিম সাহারা, তিমুর, মালি, হেতির মত বেশ কয়েকটি মধ্যপূর্বের দেশ যুক্ত রয়েছে।

un peacekeeping 2

ভারত প্রথম থেকেই United Nation-এর বিভিন্ন শান্তি মিশনে যুক্ত রয়েছে। বিভিন্ন দেশের স্থানীয় নাগরিকরাও ভারতের সেনাদের প্রশংসায় পঞ্চমুখ। এখনও অবধি বিভিন্ন শান্তি অভিযানে ভারত প্রায় ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি ভারতীয় সেনাদের পাঠিয়েছে। পাশাপাশি ৮২ টি দেশের প্রায় ৮০০ শান্তি স্থাপন আধিকারিকদের প্রশিক্ষণও দিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর