হাতে মাত্র দু’ঘন্টা! ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের এই সব জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার (Weather Update) ভেলকি। মার্চ মাস চলছে। এখন এসে ফের একবার নিম্নমুখী পারদ। একধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে, ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি ১০ মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

আপাতত উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। অধিক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইতে পারে। শীতল হাওয়ার জেরে কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা।

এদিকে সপ্তাহন্তে ফের একবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকেই বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

rain weather

আরও পড়ুন: ত্রিফলা চাপ! শেখ শাহজাহানের মুখ থেকে কথা বের করতে যা করছে CBI, শুনলে চমকে যাবেন

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর